মলয়ালম থ্রিলার থুদারুম নতুন রূপে বড় পর্দায় আসতে পারে বলিউডে। মূলত পরিচালক তারুন মূর্তির ছবিটি কম বাজেটে নির্মিত হলেও তার কাহিনি এবং উত্তেজনাপূর্ণ নাটকীয়তার কারণে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। শোবানা ও ফারহান ফাসিলের অভিনয় নতুন করে দর্শকদের মনে দাগ কাটেছে।
সম্প্রতি জানা গেছে, বলিউডের দুই শীর্ষ অভিনেতা আমির খান এবং অজয় দেবগণ এই ছবির হিন্দি রিমেক করার আগ্রহ প্রকাশ করেছেন। পরিচালক তারুন মূর্তির কথায়, দুই অভিনেতার প্রযোজনা প্রতিষ্ঠান ছবিটির প্রযোজনা প্রক্রিয়া বোঝার জন্য যোগাযোগ করেছে। তিনি জানান, “তারা জানতে চেয়েছিল কিভাবে আমরা এমন কম বাজেটে একটি শক্তিশালী ছবি তৈরি করেছি।” তবে বর্তমানে তারুন মূর্তির নিজস্ব ব্যস্ততার কারণে হিন্দি রিমেক পরিচালনার সুযোগ নেই।
এছাড়াও, তেলুগু চলচ্চিত্র নির্মাতারাও এই ছবির নতুন সংস্করণে আগ্রহী, যদিও ইতিমধ্যে থুদারুমের তেলুগু ডাব সংস্করণ মুক্তি পেয়েছে। বলিউডে আমির ও অজয়ের আগ্রহ নতুন সম্ভাবনার জন্ম দিতে পারে। এর মাধ্যমে মলয়ালম থ্রিলারগুলোকে বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দেওয়ার ধারা অব্যাহত থাকবে।
ইএ/এসএন