রাশমিকা মান্দানা শেষমেষ চুপচাপ থাকা ভেঙে দিয়েছেন এবং নতুন চাঞ্চল্যের জন্ম দিয়েছেন। “দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া” কে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি দীর্ঘদিন ধরে গুঞ্জনের কেন্দ্রে থাকা তার সম্ভবপর প্রেমিক বিজয় দেবরকোন্ডার সঙ্গে ফেব্রুয়ারি ২০২৬ এর বিবাহ সংক্রান্ত প্রশ্নের জবাবে বললেন,
“আমি বিবাহ নিশ্চিত বা অস্বীকার করতে চাই না। যখন বলা প্রয়োজন হবে, তখন আমরা বলব।”

এই এক লাইনেই সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। ভক্তরা এটি নরমভাবে নিশ্চয়তা হিসেবে বা কৌশলী পরিহার হিসেবে পড়ছেন। কোনো অস্বীকার না থাকায়, এবং এমন সূচকাত্মক ভঙ্গিতে বলা হয়েছে যেন কিছু নরমাল হলেও ঘটতে চলেছে, বিবাহ সংক্রান্ত গুঞ্জন আরও জোরালো হয়েছে।
সামান্তা এবং রাজ নিডিমোরুর বিয়ের আলোচনার পর নজর এখন রাশমিকা ও বিজয়ের দিকে। এই জুটি, যারা সব সময় মিডিয়ায় আছে কিন্তু স্বল্প-প্রকাশ্য, এবারও ভক্তদের কৌতূহল বাড়িয়েছে। ফেব্রুয়ারিতে রাজস্থানে হবে কি না, অথবা পুরোপুরি চমক দেওয়া হবে কি না-এই মুহূর্তে তা অজানা, তবে ২০২৬ সালের মধ্যে আরেকটি স্টার স্টাডেড বিয়ের সম্ভাবনা অনেকেই দেখছেন।
আরপি/এসএন