টেলিভিশনের পর্দা থেকে বড়পর্দায় প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা আরিয়ান ভৌমিক। সম্প্রতি শেষ হওয়া ‘ভিডিও বউমা’ ধারাবাহিকের পথচলা শেষ হবার পর, আরিয়ান এবার টলিপাড়ার বড়পর্দায় ফিরছেন বলে শোনা যাচ্ছে।
এর আগে তিনি ‘সন্তু’ চরিত্রে দর্শকের মনোরঞ্জন করেছেন। টলিপাড়ায় কান পাতলে গুঞ্জন, আরিয়ানের নতুন ছবির নাম ‘অস্তরাগ’। এই ছবিতে তিনি জুটি বাঁধবেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের সঙ্গে। কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়েছে।
ছবির গল্প এবং চরিত্রের বিস্তারিত সম্পর্কে এই মুহূর্তে আরিয়ান কোনো মন্তব্য করতে রাজি নন। তবে জানা গেছে, নতুন বছরের শীতে মুক্তি পাবে ‘কাকাবাবু’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘বিজয়নগরের হীরে’, যেখানে আবারও ‘সন্তু’ চরিত্রে দর্শককে দেখানো হবে আরিয়ানের অভিনয়।
নতুন ছবির মাধ্যমে আরিয়ান ভৌমিকের ভক্তরা আরও একবার বড়পর্দায় তার অভিনয় দেখার সুযোগ পাবেন।
আরপি/এসএন