নেইমারের বিশ্বকাপ অংশগ্রহণ অনিশ্চিত, ড্র নিয়ে মুখ খুললেন আনচেলত্তি

২০২৬ বিশ্বকাপ শুরুর আরও ৬ মাস বাকি। তবে অতটা সময় পাচ্ছেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তার ডেডলাইন আরও আগেই শেষ হয়ে যাবে। ধারণা করা হচ্ছে, মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলার পরই ব্রাজিলের স্কোয়াড পাকাপোক্ত করে ফেলবেন কোচ কার্লো আনচেলত্তি। ফলে তিনি নেইমারের সামনে যে ৬ মাসের ডেডলাইন দিয়েছিলেন, সেই সময়টা আরও কমে আসতে পারে। আনচেলত্তির কথায়ও এই তারকাকে নিয়ে সংশয়ের ইঙ্গিত রয়েছে।

গতকাল (শুক্রবার) দিবাগত রাতে ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে আসন্ন বিশ্বকাপের ড্র। আজ (রোববার) রাতে দিন, তারিখ, সময় ও ভেন্যু চূড়ান্ত করবে ফিফা। বিশ্বকাপের ড্রতে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে ব্রাজিল। ‘সি’ গ্রুপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। একইদিন নিজের দল নিয়ে প্রত্যাশা ও নেইমারের প্রসঙ্গে কথা বলেছেন সেলেসাও কোচ।

কার্লো আনচেলত্তি বলছেন, ‘যদি নেইমার স্কোয়াডে থাকা প্রাপ্য হয়, যদি সে অন্যদের চেয়ে (শারিরীকভাবে) ভালো অবস্থায় থাকে, তবে সে বিশ্বকাপে খেলবে। তবে আমি কারও কাছে ঋণী নই। যদি আমরা নেইমারকে নিয়ে কথা বলি, একইভাবে অন্য ফুটবলারদের নিয়েও বলতে হবে। আমাদের নেইমারসহ এবং নেইমার-বিহীন ব্রাজিলের কল্পনা করতে হবে। একইভাবে অন্য কোনো ফুটবলারকে নিয়ে কিংবা তাকে ছাড়াই। মার্চে ফিফা ফিক্সচারের পর আমরা চূড়ান্ত তালিকা প্রস্তুত করব।’

২০২৩ সালের অক্টোবরে এসিএল চোটের কারণে এক বছরেরও বেশি সময়ের জন্য ছিটকে গিয়েছিলেন নেইমার। এখনও সান্তোসের হয়ে খেলছেন ইনজুরি নিয়ে। চিকিৎসকরা জানিয়েছে, দ্রুততম সময়ে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের হাঁটুতে সার্জারি অপরিহার্য। একইসঙ্গে এই মুহূর্তে খেলার বাইরে থাকার পরামর্শ থাকলেও, তা গ্রাহ্য করেননি নেইমার। সান্তোসের রেলিগেশন এড়াতে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। চোট নিয়েই পরপর দুটি ম্যাচে খেলেছেন। শেষ ম্যাচে হ্যাটট্রিকও করেছেন। সান্তোসের আরও একটি ম্যাচ বাকি। সেই ম্যাচেও খেলতে পারেন নেইমার।

২০১৪ বিশ্বকাপ থেকে ব্রাজিলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় বিবেচিত হয়ে আসছেন বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকা। তবে সেভাবে ভাবছেন না আনচেলত্তি। ব্রাজিল কোচ বলেন, ‘আমাদের দলে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক আছে, অন্যতম সেরা কয়েকজন ডিফেন্ডার আছে। একইভাবে রয়েছে শীর্ষ মিডফিল্ডার ও অগ্রভাগের (স্ট্রাইকার) তারকা। আমি এমন ফুটবলার চাই না, যারা (ব্যক্তিগতভাবে) বিশ্বের সেরা হতে চায়। আমার এমন খেলোয়াড় প্রয়োজন, যে বিশ্বকাপ জিততে চায়।’

গ্রুপপর্বের ড্র নিয়েও কথা বলেছেন আনচেলত্তি। বিশ্বকাপে ব্রাজিল নিয়ে প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘আমরা তিন ম্যাচের সবকটিতেই জিততে পারি। আমাদের ধারণা পরিষ্কার। পুরো বিশ্বকাপজুড়ে আমাদের প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা রাখতে হবে। আমাদের লক্ষ্য ফাইনাল খেলা এবং সেজন্য সবচেয়ে শক্তিশালী দলের মোকাবিলা করতে হবে আপনাকে।’

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জুলাই আন্দোলনের শহীদ ১১ স্কাউট নতুন দেশ গড়ার প্রেরণা : শিক্ষা উপদেষ্টা Dec 06, 2025
img
কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল দেশটির সরকার Dec 06, 2025
img
যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল সিয়েল দুবাই Dec 06, 2025
img
বাংলাদেশ সীমান্ত থেকে ছাগল চুরি করে নিয়ে গেল বিএসএফ Dec 06, 2025
img
আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য ভাইরাস : সালাহউদ্দিন আহমদ Dec 06, 2025
img
ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে রাশিয়া: পুতিন Dec 06, 2025
img
দেবদাসের পর ‘চোখের বালি’ বেছে নেওয়ার কারণ জানালেন ঐশ্বরিয়া Dec 06, 2025
img
ব্লকবাস্টার ‘সাইয়ারা’র রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর’, উচ্ছ্বসিত দীপিকা Dec 06, 2025
img
শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৬০৭ Dec 06, 2025
img
প্রাথমিক শিক্ষার অবস্থা ভয়ঙ্কর খারাপ, ডেডিকেশনের অভাব শিক্ষকদের: পররাষ্ট্র উপদেষ্টা Dec 06, 2025
img
'চারপাশে কুমির'-শিল্পজগত নিয়ে বিস্ফোরক মন্তব্য দিব্যার Dec 06, 2025
img
উর্মিলাকে ঘিরে বহু বছরের গুঞ্জনে এবার মুখ খুললেন রামগোপাল বর্মা Dec 06, 2025
img
পোষ্য কোটা নিয়ে আদালতের রায় মেনে নেবে ঢাবি: ঢাবি উপাচার্য Dec 06, 2025
img
বক্স অফিসে ঝড়, ক্যারিয়ারে সর্বোচ্চ ওপেনিং রণবীরের Dec 06, 2025
img
গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগে বাধ্য হন স্বৈরাচার এইচ এম এরশাদ Dec 06, 2025
img
সামান্থা, রানি-সহ আর কোন নায়িকাদের স্বামী হয়েছেন প্রচারবিমুখ পরিচালকেরা? Dec 06, 2025
img
সামনের নির্বাচন আমাদের জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা Dec 06, 2025
img
নেইমারের বিশ্বকাপ অংশগ্রহণ অনিশ্চিত, ড্র নিয়ে মুখ খুললেন আনচেলত্তি Dec 06, 2025
img
এভারকেয়ারে উৎসুক জনতার ভিড় কিছুটা কম Dec 06, 2025
img
ঢাকা- ১৮ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মশাল মিছিল Dec 06, 2025