আজ দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশীর জন্মদিন কেন্দ্র করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মাঝে উৎসবের আমেজ তৈরি হয়েছে। সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত দেশের নানা প্রান্তের শ্রোতা, সহশিল্পী ও বন্ধু-পরিজন।
ঐশী ইতোমধ্যে নিজেকে আধুনিক বাংলা গানের অন্যতম সফল কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠা করেছেন। প্লেব্যাক, একক গান কিংবা স্টেজ শো- সব ক্ষেত্রেই তার সমান দক্ষ উপস্থিতি তাকে সমসাময়িক প্রজন্মের সেরা তারকাদের কাতারে নিয়ে গেছে। এরইমধ্যে একাধিক হিট গান উপহার দিয়ে সংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই শিল্পী।
জন্মদিনের সকালটা পরিবার ও কাছের মানুষদের সঙ্গে কাটিয়ে ভক্তদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন ঐশী। বলেন, ‘শ্রোতাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় পাওয়া। জন্মদিনে সবার শুভেচ্ছা আমাকে আরও অনুপ্রাণিত করছে সামনে ভালো কাজ উপহার দিতে।‘
২০০২ সালে ‘শাপলা কুড়ি’ অনুষ্ঠানের মাধ্যমে কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু করেন ঐশী। এরপর ২০১৫ সালে তার প্রথম অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’ প্রকাশিত হয়। সংগীত শিল্পী ইমরান মাহমুদুলের রচনায় নির্মিত সেসব গান তখন বেশ পরিচিতি এনে দেয় ঐশীর। এরপর ২০১৬ ও ২০১৮ সালে সেরা কণ্ঠশিল্পী হিসেবে বাচসাস পুরস্কার এবং ২০২০ সালে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।
কেএন/টিকে