কার্তিক আরিয়ানের জীবনে এ যেন এক অপ্রত্যাশিত সকাল। জেদ্দার রোদ ম্লান করে সেদিন লাল গালিচা জুড়ে হেঁটেছিলেন বিশ্বের নানা প্রান্তের তারকারা। আর সেই ভিড়ে হঠাৎ দেখা গেল বলিউডের জনপ্রিয় মুখ কার্তিককে। কিন্তু সেদিন তার আলোচনার মাত্রা অন্য জায়গায় গিয়ে থামলকারণ তিনি মুখোমুখি হলেন এমন এক মানুষের, যাকে পর্দায় দেখে বড় হয়েছেন অগণিত দর্শক। ‘জ্যাক স্প্যারো’কে সামনে পেয়ে যে কোনও ভক্তই স্থির থাকতে পারতেন না, কার্তিকও পারেননি। মুহূর্তটা তাই ক্যামেরায় ধরে রাখলেন তিনি। আর সেই একটি ছবিই বদলে দিল পুরো আলোচনার বাতাস।
রেড সি ইন্টারন্যাশন্যাল ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ অতিথি হিসেবে এবার জেদ্দায় গিয়েছেন কার্তিক। তার সঙ্গে একই মঞ্চে থাকা অতিথিদের মধ্যে ছিলেন ইদ্রিস অ্যালবা, অ্যান্থনি হপকিনস, নিকোলাস হৌল্ট, রিজ আহমেদ, ডারেন অরোনফস্কি, এডগার রামিরেজের মতো বিশ্বখ্যাত তারকারা। এমন আয়োজনে যোগ দেওয়াই ছিল তার সৌভাগ্য, আর সেখানে জনি ডেপের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ যেন দিনটিকে আরও রঙিন করে দিল। দেখা হতেই দুজনের মধ্যে তৈরি হয় বন্ধুত্বপূর্ণ উষ্ণতা। জনি ডেপ কাঁধে হাত রেখে পোজ দিলে কার্তিকের মুখে ফুটে ওঠে শিশুসুলভ উচ্ছ্বাস। ঠিক সে মুহূর্তটিই তিনি ভাগ করে নেন নিজের সামাজিক মাধ্যমে। আর তা দেখেই অনুরাগীরা হাঁফ ছাড়েন ‘এ তো কোটি টাকার ছবি।’

অনুরাগীরা প্রশ্ন ছুড়েছেন বলিউডের এই জনপ্রিয় নায়কের কি এবার পশ্চিমী সিনেজগতে প্রবেশের পালা? হিন্দি চলচ্চিত্র দুনিয়ায় নিজের অবস্থান পাকাপোক্ত করার পর এখন কি তিনি নতুন দিগন্তের দিকে তাকিয়ে? যদিও এসব প্রশ্নের কোনও উত্তর দেননি কার্তিক। এখন তিনি ব্যস্ত নিজের নতুন সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ প্রচারণায়। এরপর হাত দেবেন ‘নাগজিলা’র শুটিংয়ে। আরও কয়েকটি বড় প্রকল্পের কথাও শোনা যাচ্ছে, তবে হলিউডে পা রাখার গুঞ্জন সম্পর্কে তিনি নীরবই রয়ে গিয়েছেন।
তবু সেই একটি ছবিই সব উত্তেজনার কেন্দ্রবিন্দু। যেন বলছে সম্ভাবনার দরজা এখনো খুলে আছে, সময়ই শুধু জানাবে কোন পথে হাঁটছেন কার্তিক। আর এই পথে তার সঙ্গে স্মৃতির ঝুলিতে জমা পড়ে রইল জনি ডেপের সঙ্গে সেই এক ফ্রেমের গল্প, যা ইতিমধ্যেই মাতিয়ে তুলেছে নেটদুনিয়া।
আরপি/এসএন