পর্দায় যতটা দাপট আর মুন্সিয়ানার সঙ্গে অভিনয় করেন, বাস্তবে ঠিক ততটাই কোমলপ্রাণা তিনি। অভিনয় জগতের বাইরে দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসানকে নিয়ে যাঁরা একটু-আধটু খোঁজখবর রাখেন, তাঁরা জানেন যে জয়া সারমেয়প্রেমী। তাঁর নিজের পোষ্য বেশ কিছু কুকুর রয়েছে। তবে জয়ার মূল প্রেম কিন্তু পথকুকুরদের প্রতি। তাদের প্রতি কোথাও কোনও অন্যায়-অবিচার দেখলে আপাত শান্ত জয়ার প্রতিবাদী সত্ত্বা জেগে উঠতে সময় নেয় না। স্বদেশে কুকুরদের উপর হওয়া অন্যায় নিয়েও তিনি সরব হয়েছেন। সেসবের চাপে পড়ে সম্প্রতি বাংলাদেশের ইউনুস সরকার পথকুকুরদের সুরক্ষায় দুটি নির্দেশিকা জারি করেছেন। এতে আশ্বস্ত জয়া ধন্যবাদ জানালেন ইউনুস সরকারকে। সংবাদমাধ্যমে তিনি বললেন, ”এর সত্যিই খুব প্রয়োজন ছিল। এটা আমাদের জন্য বড় খবর।”
কিন্তু কীসের পরিপ্রেক্ষিতে হঠাৎ বাংলাদেশে এই সারমেয় সুরক্ষার তাগিদ? চলতি মাসেই পাবনার ঈশ্বরদীতে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। সেসময় ফেসবুক পোস্টে ঘটনার কথা তুলে ধরেছিলেন জয়া আহসান। পোস্ট অনুযায়ী, ‘গত ১ ডিসেম্বর, পাবনার ঈশ্বরদীতে একটি পুকুর থেকে উদ্ধার করা হয় ৮ জন কুকুরছানার বস্তাবন্দী মৃতদেহ। এই ঘটনায় তীব্র সাড়া সৃষ্টি হলে মামলা দায়ের হয়, এবং আজ স্থানীয় এক সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তারও হয়েছেন। কিন্তু কেন তারা এমনটি করলেন? তাদের ‘অভিযোগ’ কুকুরছানাদের অনেক বেশি ডাকাডাকির ফলে তারা বিরক্ত। আর তার সমাধান করতেই সবাইকে বস্তায় ভরে পানিতে ফেলে দেওয়া হয়েছে। আর সেদিন সকাল থেকেই হন্যে হয়ে বাচ্চাদের খুঁজে চলেছে মা কুকুর।’ অর্থাৎ কুকুরছানাদের চিৎকারে অতিষ্ঠ হয়ে তাদের মেরেই ফেলেছেন। বিষয়টি নিয়ে তখন থেকেই সোচ্চার জয়া। ধৃতদের কড়া শাস্তির দাবি তুলেছিলেন। পরে অবশ্য তাদের কারাদণ্ড হয়।
সম্প্রতি পথকুকুরদের সুরক্ষায় ইউনুস সরকার দুটি নির্দেশিকা জারি করেছে। কুকুর নিধনের উপর সরাসরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং তাদের সুরক্ষা ব্যবস্থায় মানবিক হওয়ার কথা বলা হয়েছে। আরেকটি নির্দেশিকায় কুকুরদের প্রতি অন্যায়ের অভিযোগ পেলে তদন্ত করে তার রিপোর্ট দিতে।
জোড়া নির্দেশের জন্য সারমেয়প্রেমী জয়া আহসান ইউনুস সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর মতে, দীর্ঘদিন ধরে নানা প্রাণিকল্যাণ সংগঠন এসব বিষয়ে কাজ করছে, কিন্তু সবসময় কাঙ্ক্ষিত ফল মিলত না। সরকারের আনুষ্ঠানিক উদ্যোগ এখন এসব সংগঠন এবং স্থানীয় প্রশাসনের কাজ আরও সহজ হবে বলে আশাপ্রকাশ করেন অভিনেত্রী।
ইএ/এসএন