দেশের ছোটপর্দার অভিনেতা তিনু করিম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন গত ২৪ নভেম্বর থেকে। ৩ ডিসেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। এক সপ্তাহ ধরে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থেকে কিছুটা উন্নতি হয়েছে তার।
অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন সংবাদ মাধ্যমকে জানান, ‘আজ সকালে চোখ খুলেছেন অভিনেতা। তবে কত দিন লাইফ সাপোর্টে থাকতে হবে, তা জানাননি চিকিৎসকেরা।
এদিকে ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘অ্যাক্টরস ইকুইটি’ অভিনেতার চিকিৎসায় এক লাখ টাকা সহায়তা পাঠিয়েছে। সঙ্গে সংগঠনটি এ–ও জানিয়েছে, অভিনেতার চিকিৎসায় রাষ্ট্রও এগিয়ে এসেছে।
গত ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে গিয়েছিলেন অভিনেতা। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকলে ২৪ নভেম্বর ঢাকায় আনা হয়। এরপর ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, দুই যুগ ধরে নাটক-চলচ্চিত্রে কাজ করছেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটক দিয়ে তিনি টিভি নাটকে অভিষেক করেন। ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমার মধ্যদিয়ে বড়পর্দায় নাম লেখান এই অভিনেতা। এরপর ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনু করিম।
এসএন