দেশকে স্বনির্ভর করতে রাজস্ব দিন : চসিক মেয়র

দেশের অর্থনীতিকে স্বনির্ভর করা এবং উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সবাইকে রাষ্ট্রের প্রাপ্য রাজস্ব সময়মতো পরিশোধের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

আজ বুধবার (১০ ডিসেম্বর) নগরের রেডিসন ব্লু হোটেলে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মেয়র বলেন, ১৯৯১ সালে ভ্যাট প্রবর্তনের সিদ্ধান্ত ছিল সময়োপযোগী ও দূরদর্শী। আজ তিন দশক পর সেই সিদ্ধান্ত বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার একটি শক্ত ভিত্তিতে পরিণত হয়েছে।

বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী মোট কর আয়ের প্রায় ৩৮ শতাংশ আসে ভ্যাট থেকে, যা একক সূত্র হিসেবে সর্বোচ্চ অবদান। ভ্যাট এখন অভ্যন্তরীণ সম্পদ আহরণ ও উন্নয়ন বাজেট বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার।

তিনি বলেন, ভ্যাটের মাধ্যমে সংগৃহীত রাজস্ব স্বাস্থ্য, শিক্ষা, সমাজকল্যাণ, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন সরকারি খাতে ব্যয় হয়। পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ডেও এ রাজস্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যবসায়ীদের যথাযথভাবে ভ্যাট পরিশোধের পাশাপাশি সাধারণ নাগরিকদের পণ্য ও সেবা গ্রহণের সময় ভ্যাট চালান নেওয়ার আহ্বান জানান তিনি।

মেয়র বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হলে উন্নয়ন দ্রুত দৃশ্যমান হয়। ভ্যাট কর্মকর্তাদের দেশপ্রেমিক মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও আধুনিক দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামের কমিশনার শওকত আলী সাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফর রহমান, কর অঞ্চল-১-এর কমিশনার মো. আবুল কালাম আজাদ, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার মো. ফজলুল হক এবং কাস্টমস হাউস কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রামের মহাপরিচালক ড. আবু নূর রাশেদ আহম্মেদ। স্বাগত বক্তব্যে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মো. মাহফুজুল হক ভূঁঞা জানান, ২০২৪-২৫ অর্থবছরে কর-জিডিপি অনুপাত ৬.৬৭ শতাংশ, যা সন্তোষজনক নয়। এ অবস্থা থেকে উত্তরণে করদাতা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বিত উদ্যোগের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এবারের ভ্যাট দিবসের স্লোগান ‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভ্যাট কেবল আইনগত বাধ্যবাধকতা নয়, বরং এটি সততা ও দায়িত্ববোধের প্রতীক। সময়মতো নিবন্ধন ও নিয়মিত ভ্যাট প্রদানের মাধ্যমে স্বচ্ছ ব্যবসা পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা। 

পিএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
২৭ ঘণ্টা ধরে উদ্ধারের চেষ্টা, ৪২ ফুট খুঁড়েও সন্ধান মেলেনি শিশুটির Dec 11, 2025
img
আফ্রিদি ও গম্ভীরের পুরনো বিরোধ ফের আলোচনায় Dec 11, 2025
img
এআই প্রযুক্তির মাধ্যমে ছবি তৈরি করে অপপ্রচার করা হচ্ছে : কৃষ্ণ নন্দী Dec 11, 2025
img
তফসিল ঘোষণার পর সারা দেশে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট Dec 11, 2025
img
ভোটের মাধ্যমেই অন্তুর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেবে জনগণ: আমীর খসরু Dec 11, 2025
img
গোপন সফরে নেতানিয়াহুর দেশে তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী Dec 11, 2025
img
ভারত-চীনের পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্কারোপ করলো মেক্সিকো Dec 11, 2025
img

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা

পুরোনো একটি মোবাইল নম্বরের সূত্র ধরে গৃহকর্মী আয়েশার সন্ধান পায় পুলিশ Dec 11, 2025
img

গভীর গর্তে শিশু

টেকনোলজিতে কতটা পিছিয়ে আমরা, বললেন আলভী Dec 11, 2025
img
ম্যাজিস্ট্রেট নিয়োগে জনপ্রশাসনকে ইসির চিঠি Dec 11, 2025
img
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে ভারত-শ্রীলঙ্কা ও চীনের ক্রিকেটার Dec 11, 2025
img
'ধুরন্ধর' নিয়ে সামাজিক মাধ্যমে হৃতিকের লম্বা পোস্ট Dec 11, 2025
img
সংবাদ সম্মেলনে নারী সাংবাদিককে চোখ মেরে বিতর্কে পাক আইএসপিআর প্রধান Dec 11, 2025
img
ওবায়দুল কাদের ও মাকসুদ কামালের বিরুদ্ধে সাদিক কায়েমসহ ৩ জনের জবানবন্দি Dec 11, 2025
img
গর্তটির গভীরতা প্রায় ১৫০ ফুট, শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে : ফায়ার সার্ভিস Dec 11, 2025
img
পানছড়িতে অবৈধভাবে অনুপ্রবেশ করায় ৩ ভারতীয় নাগরিক আটক Dec 11, 2025
img
মোহাম্মদপুরের ঘটনায় সেই গৃহকর্মী ৬ দিন, স্বামী ৩ দিনের রিমান্ডে Dec 11, 2025
img
ডিজির সঙ্গে তর্ক, ক্ষমা প্রার্থনায় পদে পুর্নবহাল হলেন সেই চিকিৎসক Dec 11, 2025
img
সৌদি আরবে ঝড়-বৃষ্টি, বন্যার সতর্কবার্তা Dec 11, 2025
img
প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের ‘লং মার্চ টু যমুনা’ আটকে দিলো পুলিশ Dec 11, 2025