জনপ্রিয় অভিনেতা এবং সকলের প্রিয় 'ফেলুদা' সব্যসাচী চক্রবর্তী, যিনি তাঁর গম্ভীর কণ্ঠস্বর এবং বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্বের জন্য পরিচিত, সম্প্রতি গ্রাম ও শহরের মানুষের ব্যবধান নিয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তিনি গ্রামের মানুষদের প্রতি শহরের তথাকথিত 'উচ্চবিত্ত' বা 'শিক্ষিত' সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছেন।
সব্যসাচী চক্রবর্তী বলেন, "গ্রামের মানুষ একাংশ গরিব হতে পারেন, কিন্তু অশিক্ষিত নন। এটা সকলের বোঝা উচিত।" এই উক্তির মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, অর্থনৈতিক অবস্থা (দারিদ্র্য) এবং শিক্ষা বা প্রজ্ঞা—দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। টাকা কম থাকলেই যে একজন মানুষ অশিক্ষিত বা বোধবুদ্ধিহীন হবেন, এই ধারণাটি ভুল।
তিনি আরও গভীরে গিয়ে বলেন, "আসল পার্থক্যটা সংস্কৃতিগত।" অর্থাৎ, শহরের যান্ত্রিক জীবন এবং গ্রামের সহজ-সরল জীবনের মধ্যে যে তফাত, সেটা মূলত সংস্কৃতির, মেধার নয়। তাঁর এই মন্তব্য গ্রামের মানুষের আত্মসম্মান এবং তাঁদের জীবনযাত্রার প্রতি এক গভীর শ্রদ্ধাবোধকেই প্রকাশ করে।
আইকে/টিএ