ঢাকায় সাম্প্রতিক একটি হত্যা চেষ্টাকে কেন্দ্র করে বিএনপিকে জড়িয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। এমনকি দলের শীর্ষ নেতা মির্জা আব্বাসকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হচ্ছে। তবে এসব ষড়যন্ত্রে বিএনপি কখনোই ছাড় দেবে না- এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক বাণিজ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টায় পটুয়াখালীর সদর রোডে অবস্থিত শহীদ আলাউদ্দিন শিশু পার্কে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, আপনারা জানেন, গত পরশু ঢাকায় যে হত্যাকাণ্ড (হাদির ওপর হামলা) ঘটেছে, সেখানে দুঃখজনকভাবে বিএনপিকে জড়ানোর চেষ্টা চলছে। মনে রাখতে হবে, তারা যেমন সহজে ছাড় দেবে না, আমরাও তেমনি ছাড় দেব না।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের বিশ কোটি মানুষ প্রমাণ করে দেবে যে তারা স্বাধীন ও সার্বভৌম। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নেতা নির্বাচন করবে, সরকার গঠন করবে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিজেদের হাতেই তুলে নেবে। কোনোভাবেই আমাদের বিদেশি শক্তির কাছে নতজানু হওয়া যাবে না।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা এখনো দলের লাইনে নেই, তাদের সঙ্গে নম্র ও ভদ্র আচরণ করতে হবে। রাগারাগি করে নয়, আদর করে কথা বলে সবাইকে দলে ফিরিয়ে আনতে হবে। ধানের শীষের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দলের ভেতরের নিষ্ক্রিয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আমি সবাইকে অনুরোধ করব- আপনারা ফিরে আসুন। বিএনপির জন্য কাজ করুন, ধানের শীষের জন্য কাজ করুন। বিএনপিকে নির্বাচনে নিয়ে গিয়ে ক্ষমতায় বসানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় পটুয়াখালী জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরপি/এসএন