আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস।
বিজয়ের এই গৌরবোজ্জ্বল দিনে এক বার্তায় চীন বাংলাদেশের সাথে যৌথভাবে একটি সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) চীনা দূতাবাসের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে এক বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়।
বার্তায় বলা হয়, এই বিজয় দিবসে আমরা বাংলাদেশের জনগণকে আমাদের উষ্ণতম শুভেচ্ছা জানাই। আসুন, বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে সবার জন্য একটি সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ি।
পিএ/টিকে