মেহজাবীনের বিরুদ্ধে অভিযোগের মামলার শুনানি বৃহস্পতিবার

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে করা অভিযোগের মামলায় আগামীকাল (১৮ ডিসেম্বর) বৃহস্পতিবার গ্রেপ্তার  সংক্রান্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন। এদিন আদালতে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে। 

গত ১৬ নভেম্বর মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ সামনে আসার পর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির পর তারা ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। 

সেদিন সন্ধ্যার দিকে মেহজাবীন চৌধুরী ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। জামিন পাওয়ার পর তিনি গণমাধ্যমে কোনো বক্তব্য দেননি। তবে তার পক্ষে আইনজীবী তুহিন হাওলাদার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।



তুহিন হাওলাদার বলেন, প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে বাদী এই মামলা করে থাকতে পারেন। হয়রানির উদ্দেশেই পুরো ঘটনা সাজানো হয়েছে, যাতে মেহজাবীন ও তার ভাইয়ের সুনাম ক্ষুণ্ন হয়। তিনি দাবি করেন, বাদীর সঙ্গে মেহজাবীন কিংবা তার ভাইয়ের আগে কখনো কোনো পরিচয় বা কথাবার্তা হয়নি। ফেসবুকের মাধ্যমে পরিচয়ের যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি আরও বলেন, মামলায় একাধিক অসংগতি রয়েছে। বাদী জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করেননি, মামলার পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণও দেননি। যে ২৭ লাখ টাকা লেনদেনের অভিযোগ করা হয়েছে, তা কোন বিকাশ নম্বর থেকে পাঠানো হয়েছে সেটি সহজেই যাচাই করা সম্ভব। এছাড়া মামলার ঘটনাস্থল হাতিরঝিল উল্লেখ থাকলেও মামলা করা হয়েছে ভাটারা থানায়, যা নিয়েও প্রশ্ন রয়েছে। বাদী ও আসামিদের যে ঠিকানা মামলায় ব্যবহার করা হয়েছে, সেগুলোও সঠিক নয় বলে দাবি করেন তিনি।

আজ বুধবার রাতে বিষয়টি নিয়ে আইনজীবী তুহিন হাওলাদার দেশের একটি গণমাধ্যমকে বলেন, মামলাটিতে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হয়েছে। আগামীকাল যদি আদালত বসে, আমরা আমাদের পক্ষের আইনগত দিকগুলো তুলে ধরব। সেভাবেই আমাদের জবাবের প্রস্তুতি নেওয়া আছে।

মামলার বাদী আমিরুল ইসলামের অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিনের পরিচয়ের সূত্র ধরে নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেওয়া হয়। পরে টাকা ফেরত চাইলে কালক্ষেপণ করা হয় এবং হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে ডেকে নিয়ে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি ২৪ মার্চ ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা করেন।

উল্লেখ্য, গ্রেপ্তারি পরোয়ানার খবর ছড়িয়ে পড়ার পর মেহজাবীন চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, অনলাইনে তার নাম ব্যবহার করে ভিত্তিহীন মামলা সংক্রান্ত সংবাদ ছড়ানো হচ্ছে। তিনি সাংবাদিকদের যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের অনুরোধও জানান।

এমআর/টিএ   

Share this news on:

সর্বশেষ

img
‘ধুরন্ধর’ অক্ষয় খান্নার হয়ে কি বললেন স্মৃতি ইরানি? Dec 18, 2025
img
প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা করলেন কুমার শানু Dec 18, 2025
img
লেভানদোভস্কির ‘অবিশ্বাস্য’ রেকর্ডে চোখ কেইনের Dec 18, 2025
img
ঢাকায় ফের চালু ভারতীয় ভিসা সেন্টার Dec 18, 2025
img
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৮৩ হাজার Dec 18, 2025
img
ইউক্রেন ইস্যুতে কোনো আপস করবেন না পুতিন Dec 18, 2025
img
নেটপ্রভাবী থেকে নায়িকা, প্রীতি সরকারের নতুন অধ্যায়! Dec 18, 2025
img
শুধু পড়াশোনা করে কেউ মানুষ হয় না: যীশু সেনগুপ্ত Dec 18, 2025
img
নেইমারকে বিশ্বকাপ পর্যন্ত রাখতে চায় সান্তোস Dec 18, 2025
img
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস Dec 18, 2025
img
রাজধানীর নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে সড়কে তীব্র যানজট Dec 18, 2025
img
আর শারীরিক যন্ত্রণা নয়, ২০২৬ নিয়ে নতুন পরিকল্পনা সামান্থার! Dec 18, 2025
img
সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নিলো যুক্তরাষ্ট্র Dec 18, 2025
img
বাংলা শিখছেন সাইফ আলি খান, তবে কি টলিউডে পা রাখছেন তিনি? Dec 18, 2025
img
২১ বছরের তরুণ ফুটবলার প্রাণ হারালেন সড়ক দুর্ঘটনায় Dec 18, 2025
img
বিয়েবাড়িতে কেন অস্বস্তিতে পড়েছিলেন অভিনেতা সাইফ? Dec 18, 2025
img
দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ? Dec 18, 2025
img
সীমান্ত দিয়ে কোনো দুষ্কৃতকারী দেশ ত্যাগ করে বের হতে পারবে না Dec 18, 2025
img
অমিতাভকে ব্যক্তিগত প্রশ্নে চমকে দিলেন কার্তিক! Dec 18, 2025
img
বিনা অনুমতিতে নির্বাচন নিয়ে সভায় সৌদিতে আটক কয়েকজন বাংলাদেশি Dec 18, 2025