শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ কাল

আওয়ামী লীগ শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার এ আদেশ দেন। 

এদিন আদেশের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু আসামি পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দুই দিন পেছানো হয়। পরে ফরমাল চার্জ গঠনে তিন সেনা কর্মকর্তার পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। আজ সোমবার অবশিষ্ট শুনানি হবে। 

পরে এই আইনজীবী সাংবাদিকদের বলেন, গুম-নির্যাতনের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনে গ্রেপ্তার হওয়া তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অপরাধ প্রমাণে প্রসিকিউশন ব্যর্থ হয়েছে। 

তিনি বলেন, তিন আসামির পক্ষে অব্যাহতির আবেদন করা হয়। এর ওপর আজ (গতকাল) শুনানি হয়েছে। কিন্তু ফরমাল চার্জে ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান ও লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমানের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ আনতে পারেনি প্রসিকিউশন। পুরো ফরমাল চার্জেই গুমের ক্ষেত্রে এই তিনজনের নাম বলতে পারেনি তারা। কারণ, গুমের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা ছিল না।

মনসুরুল হক আরও বলেন, কোনো অভিযুক্তের বিরুদ্ধে ফরমাল চার্জ আনতে হলে প্রসিকিউশনকে পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করতে হবে। অথচ এ ধরনের কোনো কিছুই আনতে পারেননি প্রসিকিউশন। তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। সব মিলিয়ে আমরা অব্যাহতি চেয়ে আবেদন করেছি। আগামী ২৩ ডিসেম্বর অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

টিএফআই সেলে গুমের মামলায় গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাকে নির্দোষ দাবি করে আইনজীবী ড. তবারক হোসেন ভূঁইয়া বলেন, আমরা তিনটি আবেদন করেছি। এর মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলমের জামিন চেয়ে একটি আবেদন করা হয়। অপর দুটি প্লেস অব অকারেন্স ভিজিট ও র‌্যাব থেকে কিছু তথ্য পাওয়ার আবেদন।
এর আগে সকালে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে এ মামলায় গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

রামপুরায় ২৮ হত্যা, অভিযোগ গঠনের আদেশ পিছিয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় রামপুরায় ২৮ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লে. কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য বুধবার দিন ধার্য করা হয়েছে। গতকাল ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। 

এদিন সকালে রেদোয়ানুলসহ দুজনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। অপরজন হলেন বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলম। এ মামলায় অভিযুক্ত ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান পলাতক। 

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
অপরাধী গ্রেপ্তার না হওয়ায় রহুল কবির রিজভীর ক্ষোভ প্রকাশ Dec 22, 2025
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Dec 22, 2025
img
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক Dec 22, 2025
img
বলিউডের 'জুবিলি গার্ল' আশা পারেখ কেন বিয়ে করেননি Dec 22, 2025
img
ওয়ানডে বিশ্বকাপে হারের পরেই অবসর নিতে চেয়েছিলেন রোহিত! Dec 22, 2025
img
ইউরোপিয়ান ক্লাবে ফিরলেন থিয়াগো সিলভা Dec 22, 2025
img
বিশ্বকাপের ফাইনালে উঠলে, আমি একটি গোল করবো: নেইমার Dec 22, 2025
img
শরীর নিয়ে কটূক্তি, শুটিং সেটে তিক্ত অভিজ্ঞতা রাধিকার Dec 22, 2025
img
ইচ্ছাকৃত কনসার্ট বাতিলের অভিযোগ, শিরোনামহীনের প্রতিক্রিয়া Dec 22, 2025
img
একই সিনেমার পরিচালনা, প্রযোজনা ও অভিনয়ে কেট উইন্সলেট Dec 22, 2025
img
তামিল থেকে হিন্দি, নতুন বছরে ব্যস্ত শ্রীলীলা Dec 22, 2025
img
দক্ষিণী সিনেমায় নতুন চমক, নজর কাড়ছেন ভাগ্যশ্রী বরসে Dec 22, 2025
img
আমি দর্শকদের মতামত দ্বারা প্রভাবিত হই না: চিত্রাঙ্গদা সিং Dec 22, 2025
img
রাষ্ট্র গভীর সংকটে, উদ্ধার করতে পারে একমাত্র বিএনপি : শেখ রবিউল আলম রবি Dec 22, 2025
img
বলিউড ছাড়ার গুঞ্জনে ঊর্মিলা মাতন্ডকরের মন্তব্য Dec 22, 2025
img
বাংলাদেশ স্থিতিশীল ও শান্তিতে থাকুক চায় না শেখ হাসিনা : রিজভী Dec 22, 2025
img
দীর্ঘ পনেরো মাস পর পর্দায় ফিরছেন সালমান খান Dec 22, 2025
img
ছোট ঋণে প্রভিশনের হার কমাল কেন্দ্রীয় ব্যাংক Dec 22, 2025
img
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ কাল Dec 22, 2025
img
শক্তি শালিনীতে জুটি বাঁধছেন লক্ষ্য ও অনীত পাড্ডা Dec 22, 2025