শিক্ষাবিদ, প্রাবন্ধিক, কথাসাহিত্যিক আবুল ফজল। তিনি ১৯০৩ সালের ১ জুলাই চট্টগ্রাম জেলার কেঁওচিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি চৌচির, প্রদীপ ও পতঙ্গ, মাটির পৃথিবী, বিচিত্র কথা, রাঙ্গা প্রভাত, রেখাচিত্রসহ অনেক উপন্যাস, ছোটগল্প, নাটক, আত্মকথা, ধর্ম, ভ্রমণকাহিনী রচনা করেছেন।
তিনি বাংলা একাডেমী পুরস্কার, প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সাহিত্য পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার, নাসিরুদ্দীন স্বর্ণপদক, মুক্তধারা সাহিত্য পুরস্কার এবং আবদুল হাই সাহিত্য পদকে ভূষিত হন।
১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট উপাধি দিয়ে সম্মানিত করে।
তিনি ১৯৮৩ সালের ৪ মে চট্টগ্রামে মৃত্যুবরণ করেন।
তার একটি উক্তি-
“পোষা বাঘ যেমন বাঘ নয়, পোষা শিল্পীও তেমনি শিল্পী নয়।”