আইনগত ভিত্তি পর্যালোচনা ও প্রক্রিয়া যাচাই-বাছাই শেষে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (৪ঠা জানুয়ারি) সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। আইপিএল থেকে বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে আইন উপদেষ্টা বাংলাদেশে টুর্নামেন্টটির সম্প্রচার বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, খেলাধুলার মধ্যে রাজনীতি নিয়ে আসা দুর্ভাগ্যজনক।
সাধারণত দুটি দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা থাকলেও খেলাধুলা বা সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে তা কমিয়ে আনার চেষ্টা করা হয়। কিন্তু এক্ষেত্রে উল্টো ঘটনা ঘটেছে, যা অনাকাঙ্ক্ষিত।
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, একজন খেলোয়াড়কে নিশ্চিত করার পরও রাজনৈতিক যুক্তিতে তাকে বাদ দেওয়ার খবরে দেশের মানুষের মনে আঘাত লেগেছে। জনগণের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে সরকারও একটি অবস্থান নিতে চায়। তবে হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে আইনি ভিত্তি ও প্রক্রিয়াগুলো ভালোভাবে পর্যালোচনা করেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এসএস/টিকে