ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি মেনে মোবাইল ফোন আমদানিতে শুল্ক যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা হয়েছে, তাই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বা অবৈধ হ্যান্ডসেট শনাক্তকরণ প্রক্রিয়া বন্ধ করা হবে না।
রবিবার (৪ঠা জানুয়ারি) দুপুরে বিটিআরসি ভবন পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি জানান, গ্রাহকদের হ্যান্ডসেটের নিরাপত্তা নিশ্চিত করতেই এনইআইআর পদ্ধতি সচল রাখা হবে। বর্তমানে দেশে আমদানিকৃত মোবাইল সেটের প্রায় অর্ধেকই শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারে প্রবেশ করছে। এসব সেটের একটি বিশাল অংশই নকল, রেপ্লিকা কিংবা পুরোনো সেট, যা অসাধু ব্যবসায়ীরা কেসিং পরিবর্তন করে সাধারণ গ্রাহকের কাছে 'নতুন' বলে চালিয়ে দিচ্ছেন। গ্রাহক প্রতারণা ও রাজস্ব ফাঁকির এই অরাজকতা আর চলতে দেওয়া হবে না বলেই সরকার এনইআইআর সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এ সময় বিটিআরসির অভ্যন্তরীণ জবাবদিহিতার বিষয়েও কথা বলেন ফয়েজ আহমদ তৈয়্যব। বিটিআরসিতে অতীতে যারা দায়িত্ব পালনে অবহেলা করেছেন বা বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন, তাদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী।
কেএন/টিকে