ভারত থেকে সরিয়ে অন্য কোথাও হতে পারে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধ বিবেচনায় নিতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি, তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়ে আপত্তিহীন- এমনটাই জানা গেছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এ খবর জানিয়েছে।

বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আগামী দু-একদিনের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে সূচি অনুযায়ী বাংলাদেশের চারটি লিগ ম্যাচই ভারতের ভেন্যুতে হওয়ার কথা- এর মধ্যে তিনটি কলকাতার ইডেন গার্ডেন্সে এবং একটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

এর আগে রোববার ঢাকায় জরুরি সভা করে বিসিবি সিদ্ধান্ত নেয়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারতে সফর করবে না। বিসিবির এক বিবৃতিতে বলা হয়, ‘বর্তমান পরিস্থিতি, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে বোর্ড অব ডিরেক্টরস সিদ্ধান্ত নিয়েছে যে, এ অবস্থায় বাংলাদেশ জাতীয় দল ভারতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে অংশ নিতে দেশটিতে সফর করবে না।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ সিদ্ধান্তের আলোকে বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে, যাতে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে আয়োজনের বিষয়টি বিবেচনা করা হয়। এ বিষয়ে জরুরি সিদ্ধান্ত প্রত্যাশা করছে বোর্ড।’



বিসিবির এই অবস্থানের পেছনে সাম্প্রতিক একটি ঘটনাকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি ‘সাম্প্রতিক পরিস্থিতির’- কথা উল্লেখ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দেয়। যদিও বিসিসিআই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি, তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সহিংসতার অভিযোগ ঘিরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূচি অনুযায়ী, বাংলাদেশ দল ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে কলকাতায়। এছাড়া ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি এবং চলবে ৮ মার্চ পর্যন্ত। ভারত ও শ্রীলঙ্কার মোট আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবারের বিশ্বকাপ।

এসকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
প্রার্থিতা ফিরে পেতে আপিলের ২য় দিন আজ Jan 06, 2026
img
বেনাপোল বন্দর দিয়ে একদিনে বাণিজ্যে ১২ কোটি, ভ্রমণে ১৩ লাখ টাকা আয় Jan 06, 2026
img
ইডেনের সামনে চাঁদাবাজির ঘটনায় ঢাকা কলেজের ৪ ছাত্র আটক Jan 06, 2026
img
জকসু নির্বাচনের মধ্যে ব্যবসায়ীকে মারধর Jan 06, 2026
বাগদানের পর বিয়ের উত্তেজনা বাড়ল Jan 06, 2026
কেন ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন নেইমার? Jan 06, 2026
ক্ষমতার সাথে যেভাবে ডিল করবেন | ইসলামিক টিপস Jan 06, 2026
img
হাদি হত্যার দায়সারা চার্জশিট হলে জনগণ প্রত্যাখ্যান করবে : ইনকিলাব মঞ্চ Jan 06, 2026
img
১৮ মাস পর বার্সেলোনার জার্সিতে ফিরছেন কান্সেলো Jan 06, 2026
img
ডোপ টেস্টে পজিটিভ ভারতের ক্রিকেটার রাজন কুমার Jan 06, 2026
img
শাহবাগ থেকে শুরু হলো ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ Jan 06, 2026
img
হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইল অকার্যকর Jan 06, 2026
img
ছুটির তালিকা সংশোধনের আহ্বান প্রাথমিক শিক্ষকদের Jan 06, 2026
img
ভেনেজুয়েলার দায়িত্ব আমার, আপাতত নির্বাচন নয় : ট্রাম্প Jan 06, 2026
img
ছাত্রদল প্যানেল ভোটের স্বচ্ছতা নিয়ে উদ্বিগ্ন Jan 06, 2026
img
তারেক রহমানের সঙ্গে হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিবের সাক্ষাৎ Jan 06, 2026
img
ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৯ শতাংশে : বিবিএস Jan 06, 2026
img
জামায়াত পরিশুদ্ধ বলেই মুক্তিযোদ্ধাদের সঙ্গে জোট হয়েছে : অলি আহমদ Jan 06, 2026
img
রদ্রিগেস শপথ নেওয়ার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের উপরে হামলা Jan 06, 2026
img
বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণ ও রুপার দাম Jan 06, 2026