ঘরে ঘরে গিয়ে ভোটারদের এনআইডি তথ্য সংগ্রহ উদ্বেগজনক : নজরুল ইসলাম খান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন এলাকায় ভোটারদের জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। পাশাপাশি নানান কারণে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হওয়াকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (৪ জানুয়ারি) গুলশানে বিএনপির নির্বাচনি কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা শেষে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, দেশের বিভিন্ন স্থানে পুরুষ ও নারী কর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের ব্যক্তিগত তথ্য ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছেন বলে অভিযোগ আসছে। বিষয়টি সত্য হলে এটা উদ্বেগের বিষয়। জাতীয় পরিচয়পত্র একটি অত্যন্ত সংবেদনশীল ও ব্যক্তিগত ডকুমেন্ট। এ ধরনের তথ্য সংগ্রহের পেছনে কী উদ্দেশ্য আছে, তা পরিষ্কার নয়। এতে কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে।

তিনি এ বিষয়ে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, আপনারা যদি নিশ্চিত তথ্য পান, তাহলে এটি অবশ্যই সংবাদ হওয়া উচিত। একই সঙ্গে সরকারের দায়িত্ব এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপির এই নেতা বলেন, বিভিন্ন জায়গায় প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হচ্ছে। আমাদের দলেরও কয়েকজন আছেন। যদি আইনগত ও ন্যায্য কারণে বাতিল হয়, সেখানে অভিযোগের সুযোগ নেই। কিন্তু অন্যায়ভাবে বাতিল হলে আপিল করার সুযোগ আছে এবং সেই সুযোগ ব্যবহার করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগ নিয়ে তিনি সতর্ক অবস্থান নেন। নজরুল ইসলাম খান বলেন, সোশ্যাল মিডিয়ায় কেউ কিছু লিখলেই সেটাকে সত্য ধরে কোনো রাজনৈতিক দলকে অভিযুক্ত করা ঠিক নয়। যাচাই করা জরুরি যা বলা হচ্ছে, তা আদৌ ঘটেছে কি না।

তিনি বলেন, বিএনপি কোনো সরকারি দপ্তরকে মনোনয়ন বাতিল বা অন্য কোনো বিষয়ে প্রভাবিত করার চেষ্টা করছে না। সরকারি কর্মকর্তারা আমাদের দলের কর্মী নন। সুতরাং এ ধরনের অভিযোগের আগে তদন্ত প্রয়োজন।

নির্বাচনের অংশগ্রহণমূলক চরিত্র নিয়ে প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, যেসব রাজনৈতিক দলের ওপর আইনগত নিষেধাজ্ঞা রয়েছে, তারা নির্বাচনে অংশ নিতে পারবে না এটাই স্বাভাবিক। তবে কোনো দল স্বেচ্ছায় নির্বাচন না করলে, সেটিকে নির্বাচনকে অংশগ্রহণমূলক না হওয়ার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই।

তিনি বলেন, বিএনপি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় এবং নির্বাচন পরিচালনা কমিটি সেই লক্ষ্যেই কাজ করবে। তবে নির্বাচন প্রক্রিয়ায় যদি অনিয়ম, ভয়ভীতি বা তথ্যের অপব্যবহার হয়, তাহলে তা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলেও সতর্ক করেন তিনি।

টিজে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আজ অভিনেত্রী আঁখি আলমগীরের জন্মদিন Jan 07, 2026
img
ভেনেজুয়েলায় ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Jan 07, 2026
img
খালেদা জিয়া জীবিত থাকলে আমাকে বহিষ্কার করা সম্ভব হতো না : রুমিন ফারহানা Jan 07, 2026
img
বিস্তারিত জানতে আইসিসির চিঠি, আজই জবাব দেবে বিসিবি Jan 07, 2026
img
আমি চাই সাকিব বাংলাদেশে ফিরুক ও এখানে খেলুক: মইন আলি Jan 07, 2026
img
এনসিপিকে ১০ আসন ছাড়ের খবরে ডা. তাহেরের মন্তব্য Jan 07, 2026
img
মাঘের আগেই 'কাঁপানো শীত', শৈত্যপ্রবাহ নিয়ে নতুন তথ্য Jan 07, 2026
img
সুষ্ঠু নির্বাচন হলে ৯০ শতাংশ ভোট পাব: মাচাদো Jan 07, 2026
img
ভেনেজুয়েলার ঘটনায় ভারতের উদ্বেগ প্রকাশ Jan 07, 2026
img
মাদুরো আমার নাচ নকল করে: ট্রাম্পের নতুন অভিযোগ Jan 07, 2026
img
ভারতে না খেলার সিদ্ধান্ত নিলেন গলফাররা Jan 07, 2026
img
আমি ভীষণ রকম অদ্ভুত: মেসি Jan 07, 2026
img
নিজেকে ছোট মনে করবেন না: এমা স্টোন Jan 07, 2026
img
মোংলায় তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত Jan 07, 2026
img
একদিনে টিকিটবিহীন প্রায় ২ হাজার যাত্রীর কাছ থেকে ৪ লাখ টাকা আদায় Jan 07, 2026
img
ভারতেই খেলতে হবে, আইসিসি এমন কথা বলেনি: বিসিবি সভাপতি Jan 07, 2026
img
শরীয়তপুর-চাঁদপুর রুটে সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল চালু Jan 07, 2026
img
বিয়ের সিদ্ধান্ত নিতে দুবার ভাবিনি: মাধুরী দীক্ষিত Jan 07, 2026
img
ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত Jan 07, 2026
img
সিলেটের ৬টি আসনে জামায়াত প্রার্থীদের কার সম্পদ কত? Jan 07, 2026