ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যানচেস্টার সিটির মাঠে শেষ মুহূর্তের গোলে ড্র চেলসির

নির্ধারিত ৯০ মিনিটে তেমন কিছুই করতে পারল না চেলসি। তাদের হতাশাময় যাত্রায় তখন আরেকটি হারের অধ্যায় যোগ হওয়ার পালা। সেই সময় দৃশ্যপট বদলে দিলেন এন্সো ফের্নান্দেস। তার দ্বিতীয় প্রচেষ্টার গোলে ম্যানচেস্টার সিটির মুঠো থেকে পয়েন্ট বের করে নিল চেলসি।

ইতিহাদ স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে টিজানি রেইন্ডার্সের গোলে এগিয়ে জয়ের স্বপ্নই দেখছিল সিটি, যা সত্যি হতে দিলেন না ফের্নান্দেস।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট জয়ের পর, নতুন বছরের প্রথম দিন সান্ডারল্যান্ডের মাঠে পয়েন্ট হারিয়েছিল ম্যানচেস্টারের দলটি। ৭২ ঘণ্টার মধ্যে আবার একইরকম তেতো অভিজ্ঞতা হলো তাদের। ২০ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। তাদের সমান পয়েন্ট অ্যাস্টন ভিলারও।



তাদের চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল। চেলসির পরিস্থিতি ভিন্ন। হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান একটি পয়েন্ট পাওয়ায় দারুণ খুশি দলটি, যদিও তাদের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়। এই নিয়ে টানা চার ম্যাচ জয়শূন্য রইল তারা।

টানা ব্যর্থতার কারণে তিন দিন আগে চেলসির কোচের পদ হারিয়েছেন এন্টসো মারেস্কা। ফলে, প্রধান কোচ ছাড়াই এদিন খেলতে নামে দলটি।সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চেলসি। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল।

ম্যাচের শুরু থেকে বল দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য করে সিটি। ভাগ্য সহায় হলে ৩৯তম মিনিটে গোল পেতে পারতো তারা; কিন্তু আর্লিং হলান্ডের বাঁ পায়ের দারুণ শট দূরের পোস্টে বাধা পায়।

এর তিন মিনিট পরেই অবশ্য ডেডলক ভাঙেন রেইন্ডার্স। হলান্ডের উদ্দেশে বাড়ানো বল প্রতিপক্ষের পায়ে লেগে পেয়ে যান ডাচ মিডফিল্ডার।  ঠাণ্ডা মাথায় বল ধরে, ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে জোরাল শটে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন তিনি।

গত জুনে এসি মিলান থেকে সিটিতে যোগ দেওয়া রেইন্ডার্স প্রিমিয়ার লিগে এই নিয়ে সবশেষ চার ম্যাচের তিনটিতে জালের দেখা পেলেন। চোট কাটিয়ে গত ম্যাচে বদলি হিসেবে মাঠে ফেরেন রদ্রি। আর এদিন তিনি নামেন শুরুর একাদশে এবং পুরোটা সময় খেলে মাঝমাঠ সিটির নিয়ন্ত্রণে রাখতে রাখলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

প্রথমার্ধের কোণঠাসা চেলসিকে শেষদিকে আক্রমণাত্মক হয়ে উঠতে দেখা যায়। নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে দারুণ পজিশনে বল পান কোল পামার; কিন্তু ছয় গজ বক্সের বাইরে বিনা বাধায়ও বলে পা ছোঁয়াতে পারেননি ইংলিশ মিডফিল্ডার।

এর কিছুক্ষণ পর আসে দলটির আনন্দে ভাসার মুহূর্ত। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ছয় গজ বক্সে প্রতিপক্ষের পায়ে লেগে বল পেয়ে যান ফের্নান্দেস, তাড়াহুড়ো করে কোনোরকমে শট নেন তিনি, যা ঠেকিয়ে দেন গোলরক্ষক। যদিও জানলুইজি দোন্নারুম্মা হাতে বল রাখতে পারেননি, আবার বল পেয়ে দ্বিতীয় প্রচেষ্টায় দলের হার এড়ান আর্জেন্টাইন মিডফিল্ডার।

শেষ বাঁশি বাজতেই চেলসির সমর্থকরা যখন জয় সমতুল্য আনন্দে মাতোয়ারা, তখন অন্যপাশে সিটি শিবিরে ভর করেছে তীব্র হতাশা। ফিল ফোডেন, বের্নার্দো সিলভা, দোন্নারুম্মাদের চোখে-মুখে কষ্টের ছাপ ছিল স্পষ্ট।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
অবশেষে বিয়ের খবর নিয়ে মুখ খুললেন শ্রদ্ধা Jan 07, 2026
img
এনইআইআর স্থগিতসহ কয়েক দফা দাবিতে আজও মানববন্ধনে মোবাইল ব্যবসায়ীরা Jan 07, 2026
img
ই-ভ্যাট সিস্টেম চালু, সরাসরি ব্যাংকে যাবে করদাতার রিফান্ড Jan 07, 2026
img
সময়, অভিজ্ঞতা আর শেখার ইচ্ছা থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে: শাকিব খান Jan 07, 2026
img
জকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু, এগিয়ে ছাত্রশিবির প্রার্থীরা Jan 07, 2026
সুসময়ে মুমিনের করণীয় | ইসলামিক টিপস Jan 07, 2026
img
আমাকে ভোট দেওয়া মানেই তারেক রহমানকে ভোট দেওয়া: রাশেদ খাঁন Jan 07, 2026
img
মনিকা ও তহুরার শাস্তির বিরুদ্ধে আপিল Jan 07, 2026
img
উত্তরের ৯ জেলায় যাচ্ছেন তারেক রহমান, ঢাকা ছাড়বেন ১১ জানুয়ারি Jan 07, 2026
img
ত্রুটি সংশোধন না হলে বাতিল হবে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি Jan 07, 2026
img
আজ সঙ্গীত শিল্পী আঁখি আলমগীরের জন্মদিন Jan 07, 2026
img
ভেনেজুয়েলায় ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Jan 07, 2026
img
খালেদা জিয়া জীবিত থাকলে আমাকে বহিষ্কার করা সম্ভব হতো না : রুমিন ফারহানা Jan 07, 2026
img
বিস্তারিত জানতে আইসিসির চিঠি, আজই জবাব দেবে বিসিবি Jan 07, 2026
img
আমি চাই সাকিব বাংলাদেশে ফিরুক ও এখানে খেলুক: মইন আলি Jan 07, 2026
img
এনসিপিকে ১০ আসন ছাড়ের খবরে ডা. তাহেরের মন্তব্য Jan 07, 2026
img
মাঘের আগেই 'কাঁপানো শীত', শৈত্যপ্রবাহ নিয়ে নতুন তথ্য Jan 07, 2026
img
সুষ্ঠু নির্বাচন হলে ৯০ শতাংশ ভোট পাব: মাচাদো Jan 07, 2026
img
ভেনেজুয়েলার ঘটনায় ভারতের উদ্বেগ প্রকাশ Jan 07, 2026
img
মাদুরো আমার নাচ নকল করে: ট্রাম্পের নতুন অভিযোগ Jan 07, 2026