বলিউডের বাদশা শাহরুখ খান সম্প্রতি প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপটে অনুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রিয়ঙ্কা চিরকাল তার মনের খুব কাছাকাছি থাকবেন। একদিকে বন্ধুত্বের স্মৃতি, অন্যদিকে অনাকাঙ্ক্ষিত গুঞ্জনের জন্য দুঃখপ্রকাশও করেছেন শাহরুখ।
‘ডন’ ছবিতে জুটি বেঁধেছিলেন শাহরুখ ও প্রিয়ঙ্কা। ছবির সেটে প্রিয়ঙ্কার অকপট মুগ্ধতা এবং উজ্জ্বল ব্যক্তিত্বে শাহরুখের প্রশংসা পেয়েছিলেন। তারপর থেকে দু’জনের সম্পর্ক নিয়ে বলিউডে দীর্ঘদিন নানা জল্পনা ও আলোচনা হয়েছে। পরবর্তীতে প্রিয়ঙ্কা বলিউড ছাড়িয়ে হলিউডে পা রাখার পরও এই গুঞ্জন থামেনি।
শাহরুখ বলেন, “সবচেয়ে খারাপ লাগে, আমার সঙ্গে মহিলা কাজ করেছেন এবং তারপরও তাঁর দিকে প্রশ্ন তোলা হচ্ছে। আমি ওকে এবং অন্য মহিলাদের যে ভাবে সম্মান করি, তা প্রিয়ঙ্কাকে করা হচ্ছে না। এটা সত্যিই অসম্মানজনক। আমি সত্যিই দুঃখিত। এর অর্থ এই না যে আমি কিছু ভুল করেছি। আমি ওকে বন্ধু হিসেবে দেখছি।”
তিনি আরও যোগ করেন, “আমার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে প্রিয়ঙ্কা অন্যতম। ক্যামেরার সামনে ও পিছনে আমরা অনেক সুন্দর মুহূর্ত একসাথে কাটিয়েছি। তাই বন্ধুত্বে ভাটা পড়লে বন্ধু হিসেবে আমার খুব খারাপ লাগে।”
শাহরুখের এই বার্তা প্রিয়ঙ্কার সঙ্গে বন্ধুত্বের গভীরতা এবং বলিউডের মধ্যেও ন্যায্য সম্মান বজায় রাখার বার্তা বহন করছে।
পিআর/টিকে