বলিউডের সুপরিচিত নায়িকা দীপিকা পাড়ুকোনের জন্মদিন ৫ জানুয়ারি সোমবার। জন্মদিনের প্রাক্কালে মুম্বইয়ে নিজের ভক্তদের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎ আয়োজন করেন তিনি। সেই অনুষ্ঠানে একটি হৃদয়ছোঁয়া মুহূর্তের সাক্ষী হন উপস্থিত ভক্তদের একজন মা।
ভক্ত জানান, তিনি নিজে জন্মদিনে দীপিকার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে আনন্দিত ছিলেন, এবার তার মাকেও সঙ্গে নিয়ে আসেন। মা প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু যখন মঞ্চে পৌঁছন, তখন আবেগতাড়িত হয়ে রীতিমতো বাকরুদ্ধ হয়ে যান। অনুষ্ঠানে ভক্তের মা নিজে হাতে তৈরি করা সুস্বাদু খাবার পুরণ পোলি দীপিকার হাতে তুলে দেন। দীপিকা ভক্তের মাকে হাতে ধরে পাশে বসিয়ে ছবি তুলেন। সেই মুহূর্তটি সকলের জন্যই অবিস্মরণীয় হয়ে ওঠে।
দীপিকার এই আন্তরিকতা এবং ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ তাকে আরও ঘনিষ্ঠ করেছে। জন্মদিনের বিশেষ অনুষ্ঠানে দীপিকা প্রায় পঞ্চাশজন ভক্তকে স্বাগত জানান এবং প্রত্যেককে নিজের হাতে ছোট উপহারও দেন। যদিও ভক্তের মা উপোসের কারণে খাবার খেতে পারেননি, তবু অভিজ্ঞতা তাদের মনে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।
এবারের জন্মদিনে মুম্বইয়ে এই আবেগঘন মুহূর্ত দীপিকার ভক্তদের জন্য আনন্দের এক বড় দিন হয়ে দাঁড়িয়েছে।
এমকে/এসএন