‘মেকাপ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় নিপা আহমেদ রিয়েলি-এর। অনন্য মামুন পরিচালিত এ ছবিতে তারিক আনাম খানের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। তার অভিনয় অনিক বিশ্বাসের ‘খোদা হাফেজ’, এবং সৈকত নাসিরের ‘নেটওয়ার্ক সিজন টু’ দুটি প্রজেক্ট মুক্তির অপেক্ষায় রয়েছে।
এবার প্রথমবার আদনান আল রাজীবের পরিচালনায় বিজ্ঞাপনে কাজ করলেন নিপা আহমেদ রিয়েলি। তিনি জানান, এটি ‘ফ্লোর ক্লিনার’ পণ্যের বিজ্ঞাপন। ইতোমধ্যে অনলাইনে প্রচার শুরু হয়েছে। শিগগির টিভি চ্যানেলেও প্রচার শুরু হবে।
নিপা আহমেদ রিয়েলি বলেন, আগে অনেকবার বিজ্ঞাপনের জন্য আলাপ হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আর করা হয়নি। এবার রান আউট ফিল্মসে অডিশন দিয়ে সুযোগ এসেছে। বিজ্ঞাপনটিতে কাজ করে আমার ভালো লেগেছে। আগামীতে এমন ভালো কাজ করা হবে, কথাবার্তা চলছে।
সিনেমা করতেই চলচ্চিত্রে এসেছিলেন নিপা আহমেদ রিয়েলি। তিনি বলেন, দুটো কাজ রেডি আছে। মনে হয় স্পেশাল ডে-র জন্য অপেক্ষা করা হচ্ছে। আমি আসলে সিনেমার অভিনেত্রী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছি। তাই যে কোন কাজ পেলেই করছি না। শুধু টাকার কথা ভাবলে হয়তো মডেলিং, টিভি নাটক কিংবা শো রুম উদ্বোধনের কাজগুলো করতাম। আমি আসলে ফিতা কেটে বেঁচে থাকতে চাই না।
প্রথমসারীর অনেকেই বিভিন্ন শো রুম উদ্বোধন করছেন। এটাকে এড়িয়ে কেন যেতে চাইছেন জানতে চাইলে নিপা আহমেদ রিয়েলি বলেন, আমাকেও বিভিন্ন পার্লার ওপেনিংয়ে ভালো এমাউন্টে ডাকা হয়েছিল। কিন্তু আমি আসলে এতো অ্যাভেইলেবল হতে চাই না। যাদের কাজ মানুষ টাকা দিয়ে টিকিট কেটে দেখে তাদের এতো অ্যাভেইলেবল হওয়া উচিত বলে মনে করিনা। শাকিব খানকে কিন্তু সবখানে কখনই দেখা যায় না।
সিনেমার তারকাদের শাকিব খানের মতো সবসময় ধরাছোঁয়ার বাইরে এবং কাজ করলে একটি নির্দিষ্ট স্থানে থাকতে হয় বলে জানান নিপা।
তিনি বলেন, ইন্ডাস্ট্রি নতুন করে অনেক কিছু গোছাচ্ছে। ঈদে ভালো ভালো সিনেমা আসছে। আমি চাই, মানুষ আমাকে বছরে একবার দেখলে সেটা ভালো সিনেমায় দেখুক। নতুন অনেকে এসে হারিয়ে যায়। কিন্তু আমার ‘মেকাপ’ রিলিজের পর আরও দুটি কাজ করলাম, যেগুলো মুক্তির অপেক্ষায় আছে। দুটি কাজই অনেক ভালো। আমি আশাবাদী, মানুষ মুক্তির পর দেখলে পছন্দ করবে বলে আমি বিশ্বাস করি।
এসএন