দক্ষিণী সিনেমার মেগাবাজেট পর্দায় এবার নতুন চমক নিয়ে আসলেন দীপিকা পাড়ুকোন। ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গে জুটি বাঁধছেন আল্লু অর্জুনের সঙ্গে নতুন ছবি ‘AA22XA6’-এ। মাত্র নক্ষত্রজন্মদিনেই এই সিনেমার লুক ফাঁস হওয়ার পর ভক্তদের উন্মাদনা আকাশছোঁয়া।
৮০০ কোটি টাকার বাজেটের এই ছবিতে দীপিকা প্রথমবারের মতো ‘সামুরাই’ অবতারে ধরা দেবেন। পোস্টারে দেখা যায়, দুই হাতে তলোয়ারধারী যোদ্ধা দীপিকা, যেন ‘মস্তানি’ ছবির বনশালির যুগে ফিরে গিয়েছেন। তবে পোস্টারটি আসল কিনা, তা নিয়ে কিছুটা দ্বিধা রয়ে গেছে। জানা গেছে, ছবিতে পুনর্জন্মের কাহিনি থাকবে। অতীত এবং বর্তমান দুই সময়কাল মিলিয়ে চিত্রনাট্য তৈরি করছেন অ্যাটলি। পিরিয়ড ড্রামার ফ্রেমে থাকবে রুদ্ধশ্বাস সব দৃশ্য, যেখানে আল্লু অর্জুনও নতুন অবতারে দর্শকের সামনে আসবেন।
এর আগে দীপিকা দক্ষিণী সিনেমায় আট ঘণ্টার শিফটে কাজের শর্তে কোণঠাসা হওয়ার গুঞ্জনও চলেছিল। তবে এবার নিন্দুকদের কাঁচকলা দেখিয়ে তিনি বড় বাজেটের ছবিতে নিজেকে প্রমাণ করলেন। ‘কল্কি’ এবং ‘স্পিরিট’-এর মতো প্রজেক্ট থেকে বাদ পড়ার পর এই সিনেমার জন্য দীপিকা পুরো মনযোগ দিচ্ছেন।
প্রযোজনা করছে তামিল প্রযোজনা সংস্থা সান পিকচার্স, যারা পিরিয়ড ড্রামার জন্য ৬০০ কোটি টাকার বাজেট রেখেছেন। সিনেমার শুটিং ও চিত্রনাট্যের কাজ চলতি বছর জোরকদমে চলছে। ভক্তরা এই প্রথমবার দীপিকাকে আল্লুর সঙ্গে অ্যাকশন-প্যাকড ফ্রেমে দেখার জন্য মুখিয়ে রয়েছেন।
সার্বিকভাবে, জন্মদিনে ফাঁস হওয়া লুক ভক্তদের মধ্যে নতুন উত্তেজনার ঝড় তুলেছে। ‘সামুরাই’ দীপিকা এবং আল্লু অর্জুনের জুটি চলচ্চিত্রপ্রেমীদের জন্য নতুন দৃষ্টিনন্দন অভিজ্ঞতা আনার প্রতিশ্রুতি বহন করছে।
এমকে/টিএ