নাম চূড়ান্ত না হওয়া একটি নতুন ওয়েব ফিল্মে অভিনয় করছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। ডার্ক থ্রিলার ঘরানার এই গল্পটি পরিচালনা করছেন সুমন ধর। এতে ইরফানের বিপরীতে দেখা যাবে দুই অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও প্রার্থনা ফারদিন দীঘিকে।
জানা গেছে, গেল ২১ ডিসেম্বর থেকে ওয়েব ফিল্মটির শুটিং শুরু হয়েছে।
ইতিমধ্যে প্রথম লটের শুটিং শেষ হয়েছে। অভিনেতা কিছুদিনের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন তাই দেশে ফিরে আবার এর শুটিংয়ে অংশ নেবেন।
গল্প ও চরিত্রের কারণে শুরু থেকেই কাজটি নিয়ে বেশ আগ্রহী ছিলেন ইরফান সাজ্জাদ। তিনি বলেন, ‘ডার্ক থ্রিলার ধাঁচের গল্প বরাবরই আমার পছন্দের।
এই ধরনের গল্প দেখতে যেমন ভালো লাগে, অভিনয়ের প্রস্তাব পেলেও আমি না করতে পারি না। আমার চরিত্রটিতে একাধিক স্তর রয়েছে, অভিনয়ের অনেক সুযোগ আছে। কয়েকদিনের শুটিং সত্যিই উপভোগ করেছি।’
ভাবনার সঙ্গে আগে কাজ হলেও দীঘি এবং পরিচালকের সঙ্গে এটাই অভিনেতার প্রথম কাজ।
কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ইরফানের ভাষ্য, ‘ভাবনার সঙ্গে আমার আগেও কাজ হয়েছে। সহশিল্পী হিসেবে দারুণ। আর দীঘির সঙ্গে এই প্রথম কাজ করছি। তাকেও খুব ভালো সহশিল্পী মনে হয়েছে। দুজনই বেশ ইন্টারেস্টিং।
এ ছাড়া পরিচালকের সঙ্গেও এটা আমার প্রথম কাজ। এর আগে কয়েকবার কথা হলেও কাজ হয়নি। সেও ট্যালেন্টেড। শুধুমাত্র শীতের কারণে যে গতিতে কাজটা এগোনো দরকার ছিল, সেটা হচ্ছে না। তারপরও খারাপ হচ্ছে না। আনন্দ নিয়েই কাজটা করছি।’
এদিকে গল্পের প্রয়োজনে চরিত্রানুযায়ী শিল্পী নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।
তিনি বলেন, ‘চরিত্রের সঙ্গে যাদের মানানসই মনে হয়েছে, তাদের নিয়েই কাজ করছি। প্রিয় কয়েকজন শিল্পীকে একসঙ্গে পেয়েছি। চেষ্টা করছি কাজটা যত্ন নিয়ে শেষ করে দর্শকের সামনে তুলে ধরতে।’
আশনা হাবিব ভাবনার ভাষ্যে, ‘এমন চরিত্রে আগে কাজ করা হয়নি। গল্পটা খুবই চমৎকার। চরিত্র সম্পর্কে ধারণা দিতে খুব শিগগিরই পোস্টার প্রকাশ করা হবে। আর আমি কাজটা ভীষণ আনন্দ নিয়ে করছি।’
ওয়েব ফিল্মটি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এসএন