গত বছরের নভেম্বরের পর থেকেই ভারত জাতীয় দলের রাডারের বাইরে আছেন সরফরাজ খান। ফর্মের সঙ্গে ফিটনেস ইস্যুর কারণেও তাকে ভাবেননি নির্বাচকরা। তবে গত কয়েক মাসে ফিটনেসে ব্যাপক উন্নতি করেছেন। সাম্প্রতিক সময়ে ফর্মেও আছেন তিনি। চলমান বিজয় হাজরা ট্রফ্রিতেও নিয়মিত রান পাচ্ছেন।
গত ৩১ ডিসেম্বর গোয়ার বিপক্ষে ৯ চার আর ১৪ ছয়ে ৭৫ বলে ১৭৫ রান করেছিলেন সরফরাজ। সেই ছন্দেই বছরের শুরুটাও করলেন তিনি। আজ ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) জয়পুরিয়া বিদ্যালয় মাঠে বিজয় হাজরা ট্রফির এলিট গ্রুপ সি ম্যাচে মুম্বাইয়ের হয়ে পাঞ্জাবের বিপক্ষে রেকর্ড গড়ে ফিফটি করেছেন সরফরাজ।
পাঞ্জাবের বিপক্ষে ২১৬ রান তাড়া করতে নেমে তিন নম্বরে ব্যাটিং করতে আসেন সরফরাজ। মায়াঙ্ক মারকাণ্ডের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ২০ বলে ৬২ রানের ইনিংস খেলেন তিনি। যেখানে ছিল ৭ চার ও ৫ ছক্কা।
এদিন ১৫ বলে ফিফটি করেছেন সরফরাজ। যা বিজয় হাজরা ট্রফিতে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল বারোদার অতীত শেঠের। তিনি ১৬ বলে ফিফটি করেছিলেন।
দুর্দান্ত এই ইনিংস খেলার পথে ১৩তম ওভার থেকেই ৩০ রান তুলেছেন সরফরাজ। অভিষেক শর্মার করা ওই ওভারের ৬ বলের সবকটিই সীমানা ছাড়া করেন। সমান তিনটি করে চার-ছক্কা হাঁকান তিনি।
আসন্ন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে সরফরাজকে খেলতে দেখা যাবে। নিলামে ৭৫ লাখ রুপির বেসপ্রাইজে সরফরাজকে দলে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি। তবে নিলামে প্রাথমিক রাউন্ডে 'আনসোল্ড' ছিলেন সরফরাজ।
আরআই/টিকে