ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছায় জাতীয় পার্টির দুই শতাধিক নেতা পার্টি থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগদান করেছেন।
সোমবার (১২ জানুয়ারী) বিকালে মুক্তাগাছা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও ময়মনসিংহ-৫ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ মো. জাকির হোসেন বাবলুর হাতে ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও মুক্তাগাছা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক মির্জা আবুল কালাম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও জেলা জাতীয় পার্টির সদস্য খন্দকার আশরাফুজ্জামান খোকন, খেরুয়াজানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা মাহবুবুল আলম ফকির, উপজেলা কৃষক পার্টির আহবায়ক আব্দুল করিম সরকার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও বড়গ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক সিরাজুল হক সরকার, জাতীয় পার্টির নেতা কামরুল হাসান সোহাগ, মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্র সমাজের সেক্রেটারি আব্দুস সাত্তার মিলন প্রমুখের নেতৃত্বে উপজেলা, পৌরসভা, দশটি ইউনিয়ন ও ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদধারী দুই শতাধিক নেতা যোগদান করেন।
এসময় বিএনপি মনোনিত এমপি প্রার্থী আলহাজ মো. জাকির হোসেন বাবলু ছাড়াও উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. শহিদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একে এম জাহাঙ্গীর হাসান, হাফিজুর রহমান খান মঞ্জু, মতিউর রহমান খোকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানী টুটুলসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
যোগদানকৃত নেতাদের শুভেচ্ছা জানিয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও জাতীয় সংসদ সদস্য প্রার্থী মো. জাকির হোসেন বাবলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আজ যারা জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন তাদেরকে নিয়ে আগামীতে সুন্দর পরিপাটি একটি মুক্তাগাছা গড়ে তুলতে কাজ করে যাবো। সবাইকে নিয়ে বিএনপি আগামীতে সুসংগঠিত হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে যাবে।
এসএস/ টিএ