মহাকাশ থেকে ছুটে আসছে রহস্যময় সিগন্যাল

গভীর মহাকাশ থেকে অজানা এক রহস্যময় সংকেত পৃথিবীর দিকে ছুটে আসছে। সম্প্রতি কানাডার একটি টেলিস্কোপে এধরণের কিছু রহস্যময় সংকেত সনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে প্রবল বেগে ছুটে আসা এই বেতার তরঙ্গের উৎপত্তি ও প্রকৃতি সম্পর্কে এখনও তেমন কিছু জানা যায়নি।

সম্প্রতি বিজ্ঞান বিষয়ক ‘নেচার’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য তুলে ধরা হয়েছে।

‘এফআরবি’ নামে পরিচিত এই তরঙ্গগুলো ছিল অস্বাভাবিক প্রকৃতির যার অনবরত পুনরাবৃত্তি ঘটছে। এগুলো অতি ক্ষুদ্র আলোক বেতার তরঙ্গ যা মহাবিশ্বের প্রায় ১.৫ বিলিয়ন আলোকবর্ষ দূরে থেকে ছুটে আসছে বলে বিজ্ঞানীদের ধারণা।

ইতঃপূর্বে এর আগেও অন্য একটি টেলিস্কোপে এধরণের সংকেত ধরা পড়েছিল বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।

ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মহাকাশ বিজ্ঞানী ইনগ্রিড স্টেয়ার্স বলেন, এই সংকেত দেখে মনে হচ্ছে এর বাইরেও আরও অনেক সংকেত থাকতে পারে যা এখনও অজানা।

তিনি বলেন, মহাজাগতিক এই সৃষ্টির রহস্য উদঘাটনে বিজ্ঞানীদের অধিকহারে গবেষণা করতে হবে। যাতে এই সংকেতগুলো কোথায় থেকে আসছে এবং কী ঘটাতে পারে তা জানা সম্ভব হয়।

প্রতিবেদনে বলা হয়, এধরণের রহস্যময় সংকেত সনাক্ত করতে ব্রিটিশ কলাম্বিয়ার ওকানাগান ভ্যালিতে অবস্থিত ‘সিএইচআইএমই’ পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। এটি ১০০ মিটার লম্বা অর্ধগোলাকৃতির চারটি অ্যান্টিনা দিয়ে নির্মিত যা প্রতিদিন সমগ্র উত্তর মহাকাশ পর্যবেক্ষণ করে থাকে।

সম্প্রতি স্থাপিত এই টেলিস্কোপটি কেবল গতবছর থেকে চালু হয়েছে। ইতোমধ্যে এটি রিপিটারসহ তেরো ধরণের বেতার সংকেত সনাক্ত করতে সক্ষম হয়েছে বলে বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে।

কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের গবেষক শ্রীহর্ষ টেন্ডুলকার বলেন, সম্প্রতি দ্বিতীয়বারের মত একটি রিপিটার আবিষ্কার করা হয়েছে। এর বৈশিষ্ট্য ইতঃপূর্বে আবিষ্কৃত প্রথম রিপিটারের বৈশিষ্ট্যের সাথে প্রায় সদৃশ।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: