সালমানের সঙ্গে দ্বন্দ্বে থমকে যাচ্ছিল ক্যারিয়ার! সেই ভাইজানের ছবিতেই জীবনের ‘শেষ প্লেব্যাক’ অরিজিতের

মঙ্গলবার রাত থেকেই সিনেদুনিয়ার চর্চায় অরিজিৎ সিংয়ের বাণপ্রস্থ অধ্যায়। প্লেব্যাক সম্রাটের আচমকা ‘আলবিদা’ ঘোষণায় সঙ্গীতদুনিয়া যে নিঃস্ব হল, সেকথা বললেও অত্যুক্তি হয় না। নিজের শিকড়ে রাজপাট সাজিয়ে যখন মহারণক্ষেত্রের জন্য শিল্পী প্রস্তুত হচ্ছেন, তখন সিনেজগতের সঙ্গীত সাম্রাজ্যে শুধুই হাহাকার! অনুরাগীমহলের আক্ষেপ একটাই, আর কখনও সিনেমার পর্দায় অরিজিতের সুরের মূর্ছনায় জীবন্ত হবে না নায়ক-নায়িকার রোম্যান্স, মান-অভিমান, বিচ্ছেদযন্ত্রণা। সেই প্রেক্ষিতেই এখন ‘পাখির চোখ’ শিল্পীর গাওয়া শেষ প্লেব্ল্যাকে। অবসর ঘোষণার প্রাক্কালে অরিজিৎ সিংয়ের শেষ মুক্তিপ্রাপ্ত গান সালমান খানের ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর ‘মাতৃভূমি’। কিন্তু একসময়ে এই ভাইজানের রোষানলে পড়েই ধ্বংস হতে বসেছিল গায়কের কেরিয়ার! এবার তাঁর বাণপ্রস্থ ঘোষণার পর আবারও অতীত ফুঁড়ে সেসব বিবাদ কাহন চর্চায়।

ঠিক কী ঘটেছিল? দীর্ঘ ৯ বছর মুখ দেখাদেখি বন্ধ ছিল সালমন-অরিজিতের। একে-অপরের সঙ্গে কাজ তো দূর অস্ত, এড়িয়ে অবধি চলতেন। অনেকেই সালমান খানের সঙ্গে ঝামেলার পর অরিজিৎ সিংয়ের কেরিয়ার ‘শেষ হওয়ার’ ভবিষ্যদ্বাণী করেছিলেন। তবে লাইমলাইটের আড়ালে থেকেই দেশের এক নম্বর গায়ক হয়ে নীরবে নিজের ঝাঁজ বুঝিয়ে দিয়েছিলেন অরিজিৎ সিং। বছর দশেক আগে বিবাদের পর খোলা চিঠিতে সালমান খানের কাছে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ। সেখানেই ইচ্ছেপ্রকাশ করেছিলেন, “আমার গানের লাইব্রেরিতে আপনার সিনেমার অন্তত একটা গান রেখেই আমি অবসর নিতে চাই।” আর অবসর ঘোষণার আগে হিসেব মিলিয়ে দিল ব্রহ্মাণ্ড। সেই ভাইজানের সিনেমাতেই কণ্ঠ দিলেন অরিজিৎ। সদ্য মুক্তি পেয়েছে ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর ‘মাতৃভূমি’ গানটি। যে গানে দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা-ভালোবাসা উজাড় করে দিয়েছেন অরিজিৎ সিং। যদিও বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ ছবিতে গাওয়া তাঁর আরেকটি গান সম্প্রতি প্রকাশ্যে এসেছে। তবে সিনেমহলের একাংশের অনুমান, সালমানের ছবির গানই সম্ভবত অরিজিতের শেষ প্লেব্যাক! যদিও এই নিয়ে দ্বিমত রয়েছে ওয়াকিবহালমহলে। কারণ মঙ্গলবারের পোস্টে অরিজিৎ সাফ জানিয়ে দিয়েছেন যে, আগাম প্রতিশ্রুতিমাফিক এখনও কিছু কাজ বাকি রয়েছে তাঁর, চলতিবছরে সেগুলোই সম্পন্ন করবেন। তবে এরপর আর নতুন কোনও ‘অ্যাসাইনমেন্ট’ নেবেন না। অতঃপর তিনি যে সিনেদুনিয়ার সঙ্গীত প্রযোজকদের ‘দাসবৃত্তি’ ছেড়ে নিজস্বশৈলীর সঙ্গে পরিচয় করাতে চলেছেন, তেমন আভাসই মিলেছে।

তবে কানাঘুষো, অরিজের প্লেব্যাক বিদায়ের সফরে সালমানের দোসর হতে চলেছেন কিং শাহরুখ খান! গতবছরই ‘কিং’ ছবিতে অরিজিৎ সিংয়ের গান গাওয়ার জল্পনা শোনা গিয়েছিল। আর সেই গুঞ্জন সত্যি হলে যে ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর পর আবারও সিনেমার পর্দায় শিল্পীর কণ্ঠ শোনার সুযোগ পাবেন অনুরাগীরা, তা বলাই বাহুল্য। তবে অরিজিৎ সিংয়ের প্লেব্যাক ছাড়ার ঘোষণার পর থেকেই নেটভুবনে ট্রেন্ডিং সালমান খানের আসন্ন সিনেমা। ঠিক কী ঘটেছিল বছর দশেক আগে, যার জন্য অরিজিৎকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয় সালমানের কাছে? সালটা ২০১৪। এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সলমনের সঙ্গে অরিজিতের ঝামলার সূত্রপাত। ভাইজানের সঙ্গে রীতেশ দেশমুখ সেই শো সঞ্চালনা করছিলেন। অরিজিতের তখন কেরিয়ারের গোড়ার দিক। একটি গানের এডিটিং নিয়ে বেজায় ব্যস্ত ছিলেন তিনি কলকাতায়। টানা ১২-১৩ ঘণ্টা কাজের পর মুম্বইতে উড়ে যান অরিজিৎ। হোটেলে না গিয়েই সোজা সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পৌঁছন। মঞ্চে যখন পুরস্কার নিতে যান অরিজিৎ, তখন তাঁর পরনে চপ্পল, ক্যাজুয়াল শার্ট দেখে সলমন খান ঠাট্টা করে বলেছিলেন- “তুই বিজেতা? ঘুমিয়ে পড়েছিলি নাকি?” উত্তরে গায়ক বলেন- “আরে আপনারা ঘুম পাড়িয়ে দিয়েছিলেন…।” খানিক অপমানিত হয়েই কিংবা ক্লান্তির চোটেই হয়তো সেদিন অরিজিৎ সেকথা বলেছিলেন। তবে তার পর থেকে দেশের শীর্ষ তালিকার গায়ক হলেও ভাইজানের ‘কিক’, ‘বজরঙ্গি ভাইজান’ থেকে বাদ পড়ে অরিজিৎ সিংয়ের গান। প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন গায়ক। তাতেও মন গলেনি সলমনের! পরে ২০২৩ সালে অক্টোবর মাসের এক সকালে সকলকে চমকে দিয়ে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অরিজিৎ সিংয়ের গাড়ি ঢোকে। শোনা যায়, সেদিনই সামনে বসে কথা বলে দুই তারকার বিবাদ মিটিয়ে নিয়েছিলেন। যে মানভঞ্জনের সাক্ষী হয়ে থাকল ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর ‘মাতৃভূমি’ গানটি।

পিএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রবীন্দ্রনাথকে শান্তির নোবেল, বিজেপি নেতার বক্তব্যে বিতর্ক Jan 29, 2026
img
রিয়াল মাদ্রিদকে হারিয়ে প্লে-অফে জায়গা করে নিল বেনফিকা Jan 29, 2026
img
ট্রাম্প প্রশাসনের অনিশ্চয়তায় ভারত-ইইউর নতুন বাণিজ্য চুক্তি Jan 29, 2026
img
বাঁশের লাঠি নিয়ে ভোটকেন্দ্রে অবস্থান করার আহ্বান খেলাফত মজলিসের নেতার Jan 29, 2026
img
ঘুরে দাঁড়িয়ে চ‍্যাম্পিয়ন্স লিগের সেরা আটে বার্সেলোনা Jan 29, 2026
img
জ্বালানি তেল নিয়ে ফেরার সময় নৌপুলিশের বোটে আগুন, আহত ১ Jan 29, 2026
img
গালাতাসারাইকে হারিয়ে চ‍্যাম্পিয়ন্স লিগের সেরা আটে ম‍্যান সিটি Jan 29, 2026
img
নারায়ণগঞ্জে যুবদলের ৪ নেতা বহিষ্কার Jan 29, 2026
img
গোল উৎসব করে শেষ ষোলোয় লিভারপুল Jan 29, 2026
img
আশুলিয়ায় সরকারি চাল ও আটা বিক্রির অভিযোগে ২ দোকানিকে জরিমানা Jan 29, 2026
img
সালমানের সঙ্গে দ্বন্দ্বে থমকে যাচ্ছিল ক্যারিয়ার! সেই ভাইজানের ছবিতেই জীবনের ‘শেষ প্লেব্যাক’ অরিজিতের Jan 29, 2026
img
আজ থেকে ঢাকাসহ ৩ জেলায় মাঠে নামছে ৩৮ প্লাটুন বিজিবি Jan 29, 2026
img
পারস্পরিক সম্মতিতে চেলসি ছাড়লেন রহিম স্টার্লিং Jan 29, 2026
img
আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ Jan 29, 2026
img
বিশ্ববাজারে কমেছে আকরিক লোহার দাম Jan 29, 2026
img
পুঁজিবাজারে বড় মূলধনের কোম্পানিতে ভর করে সূচকের বৃদ্ধি, কমেছে লেনদেন Jan 29, 2026
img
বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া দপ্তরের Jan 29, 2026
img
বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ স্ত্রীসহ গ্রেপ্তার Jan 29, 2026
img
জয়পুরহাট-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ‘মূর্খ’ বলায় এবি পার্টির প্রার্থীকে শোকজ Jan 29, 2026
img
৩ দিনের নির্বাচনী সফরে আজ উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান Jan 29, 2026