বিশ্বে মৃতের সংখ্যা ৮১ হাজার ছাড়াল: করোনা সংক্রমণ বাড়ছেই

মহামারী করোনাভাইরাসের প্রকোপে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। বিশ্বব্যাপী প্রত্যেক ২৪ ঘণ্টায় লাশের সারিতে যোগ হচ্ছে গড়ে ৫ হাজার মানুষের নিথর দেহ। বুধবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে মৃতের সংখ্যা ৮১ হাজার ছাড়িয়েছে।

সেই সঙ্গে বাড়ছে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা। এখন পর্যন্ত বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ১১ হাজার ৯৯ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৫৯ জন।

করোনা বিষয়ে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ খবর অনুযায়ী, বিশ্বের ২০৯টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে মহামারী করোনাভাইরাস। গত বছরের ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে এ ভাইরাসের উৎপত্তি হলেও তা এখন ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে।

ভাইরাসটি ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য, ইরান ও যুক্তরাষ্ট্রে সব থেকে বেশি প্রাণঘাতী হয়ে উঠেছে। তবে আক্রান্তের হিসেবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১৯১৯০ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া দেশটিতে সর্বমোট ৩ লাখ ৮৬ হাজার ১৯৪ জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।

সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে মৃতে সংখ্যাও ১২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১৯০০ জন। মৃত্যুর সংখ্যার হিসেবে যুক্তরাষ্ট্র তৃতীয় স্থানে রয়েছে।

তবে সার্বিক ভাবে করোনার আঘাতে ইতালিতে প্রাণহানীর সংখ্যা বেশি। ইউরোপের এ দেশটিতে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৫৮৬ জন। কিন্তু দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ হাজার ১২৭ জন। মৃতের সংখ্যার হিসেবে ইতালি প্রথম স্থানে রয়েছে।

এছাড়া মৃত্যুর সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৩ হাজার ৮৯৭ জন মারা গেছেন। আক্রান্তের সংখ্যা এক লাখ ৪০ হাজার ৫১১ জন।

ফ্রান্সে এরই মধ্যে এ ভাইরাসে ১০ হাজার ৩২৮ জন প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৬৯ জন। মৃত্যুর সংখ্যার দিক থেকে ফ্রান্স চতুর্থ অবস্থানে রয়েছে।

যুক্তরাজ্যেও বেড়েছে করোনা আক্রান্ত রোগীদের মৃতের সংখ্যা। এখন পর্যন্ত দেশটিতে ৬ হাজার ১৫৯ জন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশ ইরানেও করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ৮৭২ মারা গেছেন। অপরদিকে চীনে করোনায় মৃতের সংখ্যা ৩ হাজার ৩৩১ জন।
এছাড়া ইউরোপের দেশ বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে ক্রমেই বাড়ছে প্রাণহানীর সংখ্যা। বেলজিয়ামে ২ হাজার ১০১ জন ও নেদারল্যান্ডসে এখন পর্যন্ত ২ হাজার ২৫ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

এর পরেই রয়েছে ইউরোপের পরাশক্তি জার্মানি। দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১ হাজার ৯৪১ জন। সেই সঙ্গে আক্রান্তের সংখ্যা এক লাখ ৬ হাজার ৫০৪ জন।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: