লন্ডনে আসামির গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত

লন্ডনে থানার ভিতরে আসামির গুলিতে এক ব্রিটিশ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। আটক সন্দেহভাজন ব্যক্তিকে উইন্ডমিল লেনের কাস্টোডি সেন্টারে নিয়ে যাওয়ার সময় ওই পুলিশ কর্মকর্তাকে গুলি করে সে।

শুক্রবার শহরটির দক্ষিণাঞ্চলীয় ক্রয়ডন পুলিশ স্টেশনে এ ঘটনা ঘটে।

ব্রিটিশ পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, এক আসামিকে আটক করে কাস্টোডি সেন্টারে নিয়ে তল্লাশী চালাচ্ছিলেন ওই পুলিশ কর্মকর্তা। এসময় ওই আসামী পুলিশ কর্মকর্তার কোমর থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালায়। এতে ওই পুলিশ কর্মকর্তা আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।

লন্ডন পুলিশ জানিয়েছে, ঘটনার সময় পুলিশ কোনো গুলি ছোড়া বা উগ্র আচরণ করেনি। বিনা উস্কানীতে ওই আসামি পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালায়।

এদিকে নিহত পুলিশ সদস্যের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, যারা নিজেদের জীবন বাজি রেখে আমাদের সুরক্ষার জন্য কাজ করছেন তাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ।

 

টাইমস/এসএন

Share this news on: