আফগানিস্তানে ভিসার আবেদন করতে গিয়ে ধাক্কাধাক্কির একপর্যায়ে পদদলিত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। দেশটির পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে পাকিস্তান কনস্যুলেটের কাছে এ ঘটনা ঘটে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে যাওয়ার জন্য কয়েক হাজার আফগান নাগরিক ভিসার আবেদন করতে জালালাবাদ শহরে জড়ো হন। তারা স্থানীয় পাকিস্তান কনস্যুলেটের পাশে ভীড় জমান।
আবেদনকারীদের সংখ্যা বেশি হওয়ায় স্থানীয় একটি স্টেডিয়ামে ভিসা বিতরণ কার্যক্রম শুরু হয়। এসময় ভিসা প্রার্থীরা হুড়োহুড়ি করে স্টেডিয়ামে ঢুকার চেষ্টা করে। এতে পদদলিত হয়ে ১৫ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ১১ জনই নারী।
এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কনস্যুলেট অফিস থেকে টোকেন নেয়ার সময় বিশৃংখলা শুরু হয়। লোকজনের ভীড় এতটাই বেড়ে যায় যে, পদদলিত হয়ে অনেকেই মারা গেছেন। এ সংখ্যা বাড়তে পারে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।
প্রসঙ্গত, প্রতিবছর কয়েক লাখ আফগান নাগরিক প্রতিবেশী দেশ পাকিস্তান সফর করেন। চিকিৎসা, চাকরি, ব্যবসাসহ নানা প্রয়োজনে এসব আফগান নাগরিক পাকিস্তানে যাতায়াত করেন।
টাইমস/এসএন