ভেড়া-ছাগলের চামড়া কেনার ক্রেতাই মেলেনি

কোরবানির পশুর চামড়া এখন মূল্যহীন পণ্য। ভেড়া-ছাগলের চামড়া কেনার ক্রেতাই মেলেনি। বাধ্য হয়ে কেউ মাটিতে পুঁতে ফেলেছেন, কেউ নদীতে ফেলে দিয়েছেন। গরুর চামড়াও বিক্রি হয়েছে পানির দামে। চামড়া কেনাবেচার জন্য বাণিজ্য মন্ত্রণালয় যে দাম বেঁধে দিয়েছিল, তা কেউ মানেনি।

পশু কোরবানির পর সারা দেশে চামড়া কেনাবেচার এই ভয়াবহ চিত্র ফুটে উঠেছে আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে। দেখা গেছে, গরুর চামড়া বিক্রি হয়েছে ১৫০ থেকে সর্বোচ্চ ১ হাজার টাকায়। আর খাসির চামড়া সর্বোচ্চ দাম উঠেছিল ১০ টাকা পর্যন্ত।

অভিযোগ রয়েছে, একশ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে বাজারে চামড়ার দামের এই বেহাল অবস্থা তৈরি করেছেন। বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেছেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে চামড়ার দর নির্ধারণ করলেও মাঠপর্যায়ে তদারকির কোনো উদ্যোগ ছিল। এটা জাতির সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই না।

Share this news on: