বিখ্যাত ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ। তিনি ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন।
সত্তর দশক থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা গল্প-উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর। তার সৃষ্ট হিমু, মিসির আলি ও শুভ্র চরিত্রগুলি বাংলাদেশের যুবক শ্রেণীকে গভীরভাবে উদ্বেলিত করেছে।
তার নির্মিত চলচ্চিত্রসমূহ পেয়েছে অসামান্য দর্শকপ্রিয়তা। তবে তার টেলিভিশন নাটকগুলি ছিল সর্বাধিক জনপ্রিয়। হুমায়ূন আহমেদ রচিত অন্যতম কয়েকটি উপন্যাস হলো- মধ্যাহ্ন, দেয়াল, জোছনা ও জননীর গল্প, মাতাল হাওয়া, লীলাবতী, কবি, বাদশাহ নামদার ইত্যাদি।
তার নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, শ্যামল ছায়া, ঘেটুপুত্র কমলা ইত্যাদি।
বাংলা সাহিত্যের উপন্যাস শাখায় অসামান্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং একুশে পদকে ভূষিত হন। আগুনের পরশমণি ও ঘেটুপুত্র কমলার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
১৯শে জুলাই ২০১২ তারিখে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
তার একটি উক্তি-
“এই পৃথিবীতে প্রায় সবাই, তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সঙ্গে প্রেমে পড়ে।”