মাদ্রাসার শিক্ষকদের অবহেলায় এসএসসি পরীক্ষা থেকে বঞ্চিত প্রতিবন্ধী নাসিমা।ফরমফিলামের জন্য নির্ধারিত ২৫০০ টাকা জমা দিয়েও মিলেনি পরীক্ষার এডমিট কার্ড।এতে প্রতিবন্ধী নাসিমা মানসিকভাবে ভেঙ্গে পরেছেন।
ঘটনাটি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার সাখিপুর সোলায়মানিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায়।
নাসিমা বলেছেন সে ফরমফিলাপের ২৫০০ টাকা শিক্ষিকা টিউলিজ কলি এর কাছে দিয়েছেন।
টাকা দেওয়ার পরও কেন এডমিট পেলো না নাসিমা? শিক্ষিকা টিউলিজ কলির কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, নাসিমা তাকে ১ হাজার টাকা দিয়েছেন। সেই টাকা তিনি মাদ্রাসার প্রাক্তন সুপার মাহবুব আলমের নিকট প্রদান করেন।কিন্তু প্রাক্তন সুপার নাসিমার ফর্মফিলাপ করেননি।
তবে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদুর রহমান বড় মিয়া বলেন, টিউলিজ কলি নাসিমার নামের জায়গায় টাকা জমার টিক মার্ক দেয় নি। তাছাড়া ২৫০০ টাকার পরিবর্তে সে জমা দিয়েছে ১ হাজার টাকা। এ কারনেই নাসিমা বঞ্চিত হয়েছেন।
নাসিমার বাবা মজিবল মাঝি জানান,আমার প্রতিবন্ধী মেয়েটাকে ক্লাস ওয়ান থেকে এ পর্যন্ত পড়াশুনা করাতে অনেক টাকা খরচ হয়েছে। এখন যদি সার্টিফিকেট না পায় তবে কি হবে এত কষ্টের মূল্য?
নাসিমা সঠিক বিচার চেয়ে উপজেলা শিক্ষা অফিসারের নিকট লিখিত একটি অভিযোগ করেন।