কমিউনিটি ক্লিনিক: প্রধানমন্ত্রীর উদ্যোগ তুলে ধরে জাতিসংঘে রেজুলেশন

জাতিসংঘে মঙ্গলবার প্রথমবারের মতো কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবাবিষয়ক একটি রেজুলেশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

‘কমিউনিটি ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা: সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা অর্জনের লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি’ শিরোনামের ঐতিহাসিক রেজুলেশনটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বে বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মডেল প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবনী নেতৃত্বকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে।

বাংলাদেশ কর্তৃক প্রস্তাবিত রেজুলেশনটিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল উদ্ভাবনী উদ্যোগের ব্যাপক স্বীকৃতি দিয়ে এই উদ্যোগকে ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে উল্লেখ করে।

এটি জনগণের স্বাস্থ্য সেবার উন্নয়ন এবং বৈশ্বিক স্বাস্থ্য সেবায় সাম্য আনয়নে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

মঙ্গলবার সাধারণ পরিষদে রেজুলেশনটি উপস্থাপন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত। কমিউনিটি ক্লিনিক ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থার প্রতি অকুণ্ঠ সমর্থনস্বরূপ জাতিসংঘের ৭০টি সদস্য রাষ্ট্র এই রেজুলেশনটি কো-স্পন্সর করে।

রাষ্ট্রদূত মুহিত তার বক্তব্যে সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা অর্জনে এই রেজুলেশনের ইতিবাচক প্রভাব তুলে ধরেন।

তিনি জাতিসংঘ সদস্য রাষ্ট্রসমূহ কর্তৃক এই রেজুলেশনের অনুমোদনকে ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সেবা অর্জনের বৈশ্বিক প্রচেষ্টায় এক অবিস্মরণীয় মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, রেজুলেশনটির সফল বাস্তবায়ন কমিউনিটি ক্লিনিক ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে বিশ্বের কোটি কোটি মানুষের স্বাস্থ্য সেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা এবং জাতিসংঘ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের নিমিত্ত্ব আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে এই রেজুলেশনের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। কারণ এটি সদস্য দেশসমূহে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে এই কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মডেল স্বাস্থ্য ব্যবস্থা প্রবর্তন ও বাস্তবায়নে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, বহুপক্ষীয় এবং আঞ্চলিক উন্নয়ন ব্যাংক ও দাতাদের যথাযথ কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদানের জন্য আমন্ত্রণ জানায়।

উল্লেখ্য, বাংলাদেশের সকল মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় আনার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে বাংলাদেশে এই অনন্য কমিউনিটি ক্লিনিক ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা চালু করেছিলেন, যা সারাদেশের তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় সরকারের প্রাথমিক স্বাস্থ্য সেবার সুফল সরবরাহে বিপ্লব ঘটিয়েছে।

মানুষকে নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সরকার এ পর্যন্ত সারা দেশে পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বে ১৪ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অদম্য উন্নয়ন অগ্রযাত্রায় এই স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের পক্ষ থেকে রেজুলেশনটি সদস্য রাষ্ট্রের সঙ্গে নেগোশিয়েশন করেন উপ-স্থায়ী প্রতিনিধি ড. মো. মনোয়ার হোসেন।

মিশন গত কয়েক বছর ধরে স্বাস্থ্য কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং এর ধারাবাহিকতায় এই রেজুলেশনটি এই বছরের শুরুর দিকে মিশন সদস্য রাষ্ট্রের বিবেচনার জন্য প্রস্তাব করে।

সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে বিগত ৪ মাস নিবিড় আলোচনা ও নেগোশিয়েশনের পরে আজ (মঙ্গলবার) প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।

Share this news on:

সর্বশেষ

img
চলছে মিহির-তুলসীর চিরচেনা ধারাবাহিকের শুটিং Jul 22, 2025
img
শরিফুল-সাকিবের বোলিং তোপে ১৫ রানেই ৫ উইকেট নেই পাকিস্তানের Jul 22, 2025
img
সচিবালয়ের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯১ Jul 22, 2025
img
মেঘালয় ট্র্যাজেডি নিয়ে কি এবার ছবি বানাচ্ছেন আমির খান? Jul 22, 2025
img
বিরাট কোহলির হৃদয়স্পর্শী বর্ণনা, অনুষ্কার জীবনের বড় ত্যাগ Jul 22, 2025
img
বুধবার বাড়তে পারে তাপমাত্রা, বিভিন্ন বিভাগে বৃষ্টির আভাস Jul 22, 2025
img
৯ ঘণ্টা পর পুলিশ পাহাড়ায় মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা Jul 22, 2025
img
তদন্তে দোষী প্রমাণিত ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে : আইএসপিআর Jul 22, 2025
img
একসঙ্গে এক মঞ্চে আসছেন কাজল-টুইঙ্কেল Jul 22, 2025
img
সিএমপি কমিশনারের সঙ্গে অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ Jul 22, 2025
img
‘অ্যানিমেল’ এর পর এবার তেলুগু ছবিতে তৃপ্তি দিমরি Jul 22, 2025
img
জাকের-মেহেদীর লড়াইয়ে, ১৩৩ রানের পুঁজি পেল বাংলাদেশ Jul 22, 2025
img
পার্লামেন্টের এই চেয়ারে যেই বসেন সেই কী কমন সেন্স হারিয়ে ফেলেন?: সালমান মুক্তাদিরের Jul 22, 2025
img
দয়া করে পাইলটকে দোষ দেবেন না, বললেন হিমি Jul 22, 2025
img
যে কারণে ফোন নম্বর বদলে ফেলেছেন মাস্ক Jul 22, 2025
img
কারিগরি বোর্ডের ২৩ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিত Jul 22, 2025
img
নিয়ন্ত্রণে এলো শেওড়াপাড়ায় আবাসিক ভবনে লাগা আগুন Jul 22, 2025
img
বিধ্বস্ত জেটের ইঞ্জিন নিয়ে যা বললেন বিমান বাহিনী প্রধান Jul 22, 2025
img
স্ত্রীকে হত্যার দায়ে বাংলাদেশি যুবককে ২৮ বছরের কারাদন্ড দিল ব্রিটেন Jul 22, 2025
img
পৌনে ৩ কোটি টাকার চাল আত্মসাৎ : আসামি সাবেক এমপি আনোয়ারুলসহ ১৪ Jul 22, 2025