বসুন্ধরা আবাসিকের ‘ইন্টারনেট ব্লাকআউট’ প্রত্যাহার: ৩ শর্ত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অনির্দিষ্টকালের জন্য ‘ইন্টারনেট ব্লাকআউট’ প্রত্যাহার করে নিয়েছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি।

রোববার রাতে আল্টিমেটাম দেয়ার পর সোমবার সকালে বনানীর আইএসপিএবি সচিবালয়ে বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বাম্বল বি’র হেড অব অপারেশন সাইফুল হাসানের নেতৃত্বে একটি দ্বিপাক্ষিক বৈঠকে চাঁদা দাবি প্রত্যাহার এবং কেটে দেয়া লাইন পুনরায় চালুর বিষয়ে ঐক্যমত্যে পৌঁছায় ঘোষিত সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়া হয় বলে জানিয়েছেন আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক।

সূত্রমতে, বৈঠকে আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম রাশেদসহ বসুন্ধরা আবাসিকে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তা ও সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক থেকেই ফোন করে আইএসপি সেবাদাতাদের সংযোগ চালু করতে গেট পাশ শিথিল করার নির্দেশনা দেন বাম্বল বি’র হেড অব অপারেশন সাইফুল হাসান। এছাড়াও তিনি উপস্থিত ভুক্তভোগীদের সব অভিযোগ শুনে আলোচনার মাধ্যমেই সকল সমস্যার সমাধানে বসুন্ধরা গ্রুপ উদ্যোগ নেবে বলে জানান।

বৈঠক বিষয়ে আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বলেছেন, বৈঠকে সেবা পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়ার বিপরীতে আমরা তিনটি দাবি উত্থাপন করেছি।

এগুলো হচ্ছে- বসুন্ধরা আবাসিক এলকায় সকল ইন্টারনেট সেবাদাতার প্রবেশাধিকার উন্মুক্ত করে দেয়া, সেখানে থাকা আমাদের পপগুলো’র নিয়ন্ত্রণ ও ভাড়া পুরোপুরি আইএসপিএবি’র মাধ্যমে পরিচালনা এবং এক দেশ এক রেট বাস্তবায়নে সম্পূর্ণ রূপে চাঁদা প্রত্যাহার। বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধাতে শিগগিরি আরো একটি বৈঠক হবে বলেও জানান তিনি।

সেবা চালু নিয়ে আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া জানিয়েছেন, আইএএসপিএবি সদস্যরা, সরকারকে যথাযথ ভ্যাট-ট্যাক্স দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিশ্বপ্রশংসিত ‘এক দেশ এক রেট’ বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। তাই তারা সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে বসুন্ধরা আবাসিকে সংযোগ পুনরায় চালুর কাজ শুরু করেছেন। গতকাল পর্যন্ত কাটা পড়া ৫ হাজার লাইন ঠিক করতে কছুটা সময় লাগবে।

Share this news on:

সর্বশেষ

img
ছয় অলরাউন্ডার নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা আফগানিস্তানের May 01, 2024
img
টানা তাপপ্রবাহ: অবশেষে ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস May 01, 2024
img
যতবার সরকারে এসেছি ততবার শ্রমিকদের মজুরি বাড়িয়েছি: প্রধানমন্ত্রী May 01, 2024
img
মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা May 01, 2024
img
ইসরায়েল বিরোধী বিক্ষোভ: কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গ্রেপ্তার অভিযান May 01, 2024
img
রাফাহতে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বৈশ্বিক পদক্ষেপ চায় জাতিসংঘ May 01, 2024
img
দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু May 01, 2024
img
অভিজ্ঞ ব্যাটারকে বাদ দিয়ে বিশ্বকাপের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার May 01, 2024
img
কেনিয়ায় অতিবৃষ্টি ও বন্যায় আরও ৬৬ জনের মৃত্যু, নিহত বেড়ে ১৬৯ May 01, 2024
img
মহান মে দিবস আজ May 01, 2024