সড়ক পরিবহন আইন অনুযায়ী যানবাহন মেরামতের কারখানা গুলোকে বিআরটির এর কাছ থেকে নিবন্ধন নিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। আর অবৈধভাবে চলা স্লিপার বাসের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অনুমোদন দিতে চায় বিআরটিএ।
মঙ্গলবার ০৪ জুন রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে ‘রিপোটার্স ফর রেল অ্যান্ড রোড’- এর সদস্যদের সঙ্গে বিআরটিএর মতবিনিময় সভায় এমনটি জানান তিনি।
এই বিষয়ে সভায় বিআরটিএ চেয়ারম্যান বলেন, 'যানবাহন মেরামত কারখানাগুলোকে নিবন্ধনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এর জন্য বিভাগীয় কমিটির গঠন করে দেয়া হয়েছে। বিভাগীয় কমিটি তালিকা করবে কোথায় কোথায় যানবাহন মেরামত কারখানা আছে। তারপর এসব কারখানাকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। সেই লক্ষ্যে কাজও শুরু হয়ে গেছে'।
বিআরটিএ চেয়ারম্যান আরো জানান, দেশে অনুমোদনহীন ভাবে চলছে স্লিপার বাস। এসব বাসের নকশা পরিবর্তন করে স্থানীয় ওয়ার্কশপ থেকে স্লিপার কাঠামো দেয়া হচ্ছে। এগুলো অবৈধ। এরই মধ্যে তারা শোকজ করেছেন। অভিযান চালানোর প্রস্তুতিও রয়েছে বিআরটিএর। তবে আরামদায়ক এবং যাত্রী চাহিদার কথা চিন্তা করে যাত্রী নিরাপত্তা বিবেচনা করে যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এসব বাসের অনুমোদন দেয়া যেতে পারে। এজন্য একটি নির্বাহী আদেশের মাধ্যমে স্লিপার বাসের অনুমোদন প্রক্রিয়া শুরু হতে পারে বলে মত দেন বিআরটিএ চেয়ারম্যান।
যানবাহনের গতিসীমা বিষয়ে বিআরটিএ চেয়ারম্যান বলেন, সড়কের পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতেই স্পিড লিমিট গাইডলাইন করা হয়েছে। দুর্ঘটনা কমানোর জন্যই এই নীতিমালা করা হয়েছে। কারণ দুর্ঘটনার একটি বড় কারণ গতি।
চেয়ারম্যান আরো জানান, চলতি বছরের মে পর্যন্ত সারা দেশে নিবন্ধনকৃত মোটরযানের সংখ্যা ৬০ লাখ ৭০ হাজার ৫৪১টি। এর মধ্যে বাস ৫৫ হাজার ১৫টি আর মোটরসাইকেল ৪৪ লাখ ১৭ হাজার ৩৮৮টি।
মতবিনিময় সভায় চেয়ারম্যান আরো জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে বাস টার্মিনাল এলাকায় কোন পরিবহনের একাধিক কাউন্টার থাকতে পারবে না। একাধিক বাস কাউন্টার থাকায় সেখানে বাস দাঁড়িয়ে থাকে। এতে যাত্রীদের গন্তব্যে যেতে দেরি হয়। পাশাপাশি সড়কে তৈরি হয় যানজট।
সভায় বিআরটিএর নানা ধরনের ডিজিটাল সার্ভিসের বিষয়ে অবহিত করেন বিআরটিএ চেয়ারম্যান। এ ছাড়া সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দেন তিনি।
ঢাকায় সড়ক ও রেল খাতের সাংবাদিকদের সংগঠন 'রিপোটার্স ফর রেল অ্যান্ড রোডসের সদস্যদের সঙ্গে বিআরটিএর এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।