আলোচিত টিকটকার অপু ভাই, টিকটকের 'স্টার' থেকে এখন ওয়েব সিরিজের হিরো! কখনো হাস্যকর নাচ দেখিয়ে আবার কখনো চুলে বিচিত্র রং করে সমালোচনায় এসেছিলেন। সম্প্রতি ল্যাম্বরগিনি গাড়ি কিনে অপু ভাই তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।
নোয়াখালীর ইয়াসিন, যাকে সবাই জানে 'অপু ভাই' নামে। টিকটক থেকে অভিনয়ে আসেন তিনি। রঙিন চুল, ফানি ভিডিও আর মারামারি—এইসব নিয়ে ভাইরাল হওয়ার পর হাজতবাসও করেছেন।
শীর্ষ নির্মাতা আদনান আল রাজীবের ওয়েব ফিল্ম ‘ইউটিউমার’ ও অনন্য মামুনের ওয়েব সিরিজ 'সিনিয়র ভার্সেস জুনিয়র' অভিনয় করে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় তুলেছিলেন এই টিকটকার!
বর্তমানে দুবাইয়ে বসবাস করছেন অপু ভাই। কারাগার থেকে মুক্তি পেয়ে দুবাই চলে যান অপু। সেখানে গিয়ে সোশ্যাল মিডিয়াতে আবারো একটিভ হন তিনি। সম্প্রতি তিনি বিলাশ বহুল গাড়ি ল্যাম্বরগিনি কিনে সবাইকে রীতিমতো চমকে দিয়েছেন। অপুর এই গাড়ি কেনার ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে ।
কিছুদিন আগে অপু ভাই একটা ভিডিওতে কথা দিয়েছেন যে নতুন বছরে চমক দেবেন তিনি। এতদিন আপুকে যারা নাপিত, ইলেট্রিশিয়ান, কাঠমিস্ত্রি, রংমিস্ত্রি বলে উপেক্ষা করেছেন তাদের মুখে চুন লেপে দিলেন এই টিকটকার। জীবনে প্রথম গাড়ি কিনলেন তাও কিনা ল্যাম্বরগিনি যার মূল্য ৮ লাখ ২৫ হাজার দিরহাম যা বাংলা টাকায় প্রায় ২ কোটি ৭২ লক্ষ ২৫ হাজার টাকা।
জীবনে অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে নিজেকে এই অবস্থানে নিয়ে যাবার জন্য ভিডিওতে নিজেকেই ধন্যবাদ জানান আপু। নিজের প্রেমিকাকে সঙ্গে এ নিয়ে সকল আনুষ্ঠানিকতা শেষ করে ঘরে তোলেন এই বিলাসবহুল গাড়ি।
যদিও অপুর ইনকাম সোর্স নিয়ে কিছুই জানা যায়নি এখনো। তবে নেটিজেনটা ভাবছেন শুধু মাত্র টিকটক করেই কি এই বিলাসবহুল গাড়ি কিনলেন তিনি? নাকি শোরুমে গিয়ে কেবল কনটেন্ট বানানোর জন্য এমনটা করলেন? সেই প্রশ্নও ঘুরছে ফেসবুকে। কারণ নোয়াখালীর অপু এক সময়ে কাজ করতেন সেলুনে। মাত্র কয়েক বছরের ব্যবধানে দুবাইতে গিয়ে কোটি টাকা গাড়ি কেনার ঘটনা দর্শক মনে প্রশ্ন তুলছে।
টিএ/