দুই বছরেরও বেশি সময় ধরে ত্রিপোলির মেতিগায় স্থানীয় কর্তৃপক্ষের হেফাজতে থাকা ১৭ বাংলাদেশি নাগরিককে মুক্ত করেছে বাংলাদেশ দূতাবাস, লিবিয়া।
স্থানীয় সময় বুধবার (২৬ ফেব্রুয়ারি) ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, আন্তরিক প্রচেষ্টার ফলে ১৭ জন বাংলাদেশি নাগরিককে মুক্ত করা সম্ভব হয়েছে। তারা দুই বছরেরও বেশি সময় ধরে ত্রিপোলির মেতিগায় স্থানীয় কর্তৃপক্ষের হেফাজতে ছিলেন। লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২৫ ফেব্রুয়ারি তাদের দূতাবাসের প্রতিনিধির কাছে হস্তান্তর করে। মুক্তিপ্রাপ্ত সব বাংলাদেশি বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন। দূতাবাস তাদের নিজ নিজ আত্মীয়স্বজনের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করেছে।
বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এই ১৭ জন নাগরিকের মুক্তির জন্য রাষ্ট্রদূত ও মিনিস্টার (শ্রম) লিবিয়ার বিভিন্ন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিক আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক করেন এবং দূতাবাস ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখে। অবশেষে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সক্রিয় সহযোগিতায় তাদের মুক্ত করা সম্ভব হয়।
মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকরা হলেন: মাদারীপুরের রেজাউল গোরামী, তানভীর ইসলাম, মো. সজিব মাতব্বর, রাজাউল, সিরাজুল ইসলাম, মো. রাকিব বেপারি। শরীয়তপুরের সোহেল হোসেন, জসিম। সুনামগঞ্জের তানজিদ মিয়া, আবুল বাশার। গোপালগঞ্জের মো. আলী হোসাইন, ফয়সাল। ফরিদপুরের রাব্বি মুন্সি। সিলেটের ইন্দ্রজিৎ বিশ্বাস। সাতক্ষীরার আবু সাঈদ। ঢাকার আল-ইসলাম এবং নোয়াখালীর মো. সাইফুল ইসলাম।