রসমঞ্জুরির জিআই স্বত্ব দাবি

শুধু কৃষিপণ্যের জন্যই নয়, ও রসমঞ্জুরির শহর হিসেবেও পরিচিত গাইবান্ধা। দীর্ঘ ৭৮ বছর ধরে এই মিষ্টির স্বাদ জয় করে নিয়েছে ভোজনরসিকদের। আন্তর্জাতিক পরিসরেও ছড়িয়ে পড়েছে এর সুখ্যাতি।

বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের তালিকায় রসমঞ্জুরির জায়গা দাবি করেছেন স্থানীয়রা।

রসমঞ্জুরির যাত্রা শুরু হয় ১৯৪৮ সালে। গাইবান্ধা শহরের সার্কুলার রোডে ‘রমেশ সুইটস’-এর প্রতিষ্ঠাতা রমেশ চন্দ্র ঘোষ ভারতের উড়িষ্যা থেকে কারিগর নিয়ে এসে প্রথম এই বিশেষ মিষ্টান্ন তৈরি করেন। ধীরে ধীরে গাইবান্ধার মানুষ এর স্বাদে মুগ্ধ হয়ে ওঠে এবং অল্প সময়েই এটি ছড়িয়ে পড়ে সারা দেশে। এক পর্যায়ে বিদেশেও এই মিষ্টির চাহিদা তৈরি হয়।

রসমঞ্জুরির শুধুমাত্র গাইবান্ধার মানুষের নয়, বরং এটি পুরো বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতীক। কোমল ও রসালো এই মিষ্টির স্বাদ সবাইকে মুগ্ধ করে। বিয়ে, আপ্যায়ন, পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে এটি একটি অপরিহার্য উপাদান। এমনকি প্রবাসীদের কাছেও শীতকালীন উপহার হিসেবে রসমঞ্জুরির ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে প্রতিকেজি রসমঞ্জুরির মূল্য ৩৮০-৪০০ টাকা।

গাইবান্ধার রমেশ সুইটসে রসমঞ্জুরি কিনতে আসা এক ক্রেতা আতিকুর রহমান বলেন, স্বাদে অতুলনীয় আমাদের গাইবান্ধার রসমঞ্জুরির। এটি না খেলে মিষ্টি খাওয়াই যেন অসম্পূর্ণ থেকে যায়। আজ মামার জন্য পাঁচ কেজি রসমঞ্জুরি কিনেছি।
গাইবান্ধার মানুষ রসমঞ্জুরিকে শুধু মিষ্টি নয় বরং সংস্কৃতির অংশ হিসেবে বিবেচনা করে। জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে এটি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জেলার স্লোগানেও স্থান পেয়েছে এই মিষ্টান্ন। তাই বলা হয়, স্বাদে ভরা রসমঞ্জুরির ঘ্রাণ, চরাঞ্চলের ভুট্টা-মরিচ গাইবান্ধার প্রাণ।

গাইবান্ধার নাট্যজন আলমগীর কবীর বাদল বলেন, এটি শুধুই একটি মিষ্টি নয়, এটি আমাদের ঐতিহ্য ও গর্ব। এটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য। আমরা চাই, এ বছরেই এটি স্বীকৃতি পাক।

জেলা শহরে বর্তমানে ২৫টিরও বেশি রসমঞ্জুরির দোকান রয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলা শহর ও বাজারে অন্তত ৫০টিরও বেশি প্রতিষ্ঠান এই মিষ্টান্ন বিক্রি করছে। প্রতিদিন বড় মিষ্টির দোকানগুলোতে ৫০০-৬০০ কেজি রসমঞ্জুরি তৈরি হয়, যার একটি অংশ ব্যক্তি পর্যায়ে সারা দেশে এবং বিদেশেও রপ্তানি হচ্ছে।

রমেশ সুইটসের স্বত্বাধিকারী ও হোটেল-মিষ্টি রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক বাদল চন্দ্র ঘোষ বলেন, গাইবান্ধার রসমঞ্জুরি দেশের বাইরে ব্যাপক সুনাম কুড়িয়েছে। মানুষ এটিকে শুধু মিষ্টি হিসেবে দেখে না, বরং এটি তাদের অনুভূতির অংশ। এটি কেন্দ্র করে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে।

গাইবান্ধার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে রসমঞ্জুরিকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছেন। তবে এত স্বাদ, মান ও জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এটি এখনো সেই স্বীকৃতি পায়নি।

গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরি মোয়াজ্জম আহমদ বলেন, গাইবান্ধার একটি বিখ্যাত মিষ্টান্ন রসমঞ্জুরি, যা আসলেই অসাধারণ। এটি জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং জিআই তালিকাভুক্ত করতে কার্যক্রম চলছে।

২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি সর্বশেষ ৪টি পণ্য—রংপুরের হাঁড়িভাঙ্গা আম, মুক্তাগাছার মণ্ডা, মৌলভীবাজারের আগর ও আগর আতর জিআই পণ্যের তালিকায় যুক্ত হয়। বর্তমানে বাংলাদেশের মোট জিআই পণ্যের সংখ্যা ২৮টি।
ব্যবসায়ী ও স্থানীয়রা আশা করছেন, খুব শিগগিরই রসমঞ্জুরিও এই তালিকায় স্থান পাবে।


Share this news on:

সর্বশেষ

img
চমেক ছাত্রাবাসে ছাত্রদল ও শিবিরের মধ্যে বিরোধ Jul 08, 2025
img
রাজধানীতে নাইজেরিয়ান প্রতারক চক্রের দুই সদস্যসহ তিনজন গ্রেফতার Jul 08, 2025
বসুন্ধরা গ্রুপ নিয়ে যা বললেন নাহিদ Jul 08, 2025
বাংলাদেশিদের অবিশ্বাস্য কম খরচে গোল্ডেন ভিসা দেবে দুবাই Jul 08, 2025
১০ মিনিটে বাংলাদেশের আলোচিত সব খবর Jul 08, 2025
img
দেশে অনেক অগ্রগতি হচ্ছে, সঙ্গে হতাশাও আছে: উপদেষ্টা মাহফুজ Jul 08, 2025
img
২৬ ফুট অজগরের পেট থেকে উদ্ধার হলো কৃষক Jul 08, 2025
img
জবি শিবিরের নতুন নেতৃত্বে রিয়াজুল ও আরিফ Jul 08, 2025
img
অস্ট্রেলিয়ায় ‘উৎসব’: সৌম্য জ্যোতির অভিনয়ে কেঁদে ফেললেন শাহনাজ খুশি Jul 08, 2025
img
ফিরে দেখা ৮ জুলাই: সমন্বয়ক কমিটি গঠন, সরকারকে আল্টিমেটাম Jul 08, 2025
img
সহজে চুরি হওয়া পাসওয়ার্ডের বিকল্প হতে পারে পাসকি Jul 08, 2025
img
মনে আছে আলিফ লায়লার জনপ্রিয় নাবিক সিন্দাবাদের কথা? Jul 08, 2025
img
রাউজানে বোরকা পড়ে যুবদল নেতাকে গুলি করে হত্যা Jul 08, 2025
img
২৬টি সাপের বিষকে হার মানাবে উটের চোখের জল Jul 08, 2025
img
সন্তান নেওয়ার সিদ্ধান্তে স্বাধীন নন দেশের ৭৭ শতাংশ নারী Jul 08, 2025
img
অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে জাহাঙ্গীর কবির Jul 08, 2025
img
প্রথম পছন্দ ছিলেন নানি, শেষমেশ থাম্মুডু গেল নিথিনের হাতে Jul 08, 2025
img
পরিচালকের চেয়ার ছেড়ে অভিনয়ে অভিষান জীবিন্ত Jul 08, 2025
img
আনসার বাহিনীর দুই পরিচালক পদে রদবদল Jul 08, 2025
img
সাবেক গোয়েন্দা প্রধানের ব্যাংক হিসাব জব্দ Jul 08, 2025