আবরার ফাহাদ শুধু একটি নাম নয়,, ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা জার্নি। এমন মন্তব্য করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শহীদ আবরার ফাহাদ এর নাম স্মরণীয় করে রাখতেই তার নামে স্টেডিয়াম করা হয়েছে বলেও জানান তিনি।
স্টেডিয়াম উদ্বোধন কালে আসিফ মাহমুদ বলেন, শহীদ আবরার ফাহাদ এর নাম স্মরণীয় করে রাখতেই রাষ্ট্র স্বীকৃতি স্বরুপ এই কুষ্টিয়া স্টেডিয়ামের নাম আবরার ফাহাদ নামে নামকরণ করা হয়েছে। একইভাবে জুলাইয়ের গনঅভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের নাম যাতে টিকে থাকে এজন্য তাদের নামেও মিনি স্টেডিয়ামের নামকরণ করা হবে।
এসময় উদ্বোধনী বক্তব্যে আসিফ আরও বলেন, আবরার ফাহাদ ছিল বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে, ফেসবুকে ভারতের বিরুদ্ধে তার পোস্টের জেরে, ছাত্রলীগের কয়েকজন নেতা তাকে পিটিয়ে হত্যা করে। তার মৃত্যুর পর দেশব্যাপী প্রতিবাদ শুরু হয়। তিনি বলেন, “আগ্রাসন বিরোধী লড়াইয়ে আবরার ফাহাদ একটা ভিত্তি তৈরি করে গেছে। আমরা সেই লড়াইয়ে অংশ নিচ্ছি।“
এছাড়াও, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন আসিফ মাহমুদ। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ যুব সমাজের মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন আনবে।
শহীদ আবরার ফাহাদের পিতা বরকত উল্লাহ বলেন, আবরার ফাহাদ একটি শুধু নামই নয়, সে আমার সন্তান। কুষ্টিয়াবাসী তার নামে স্টেডিয়ামের নামকরণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছিল, আজ তার সেই দাবি পূর্ণ হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ আরও অনেক।।