বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির মধ্যে সংঘর্ষ, আহত ৫

পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের মধ্যে হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

সংঘর্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. ইমরান শেখ (২৩), শাহনেওয়াজ অভি (২৬) ও মো. মুঈন উদ্দিন (২৭) এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি (২৯) ও তার ভাই সানজিদ (১৯) জড়িত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুঈন উদ্দিন অভিযোগ করে বলেন, ‘সাধারণত আমরা তারাবির নামাজ শেষে পুরাতন বাসস্ট্যান্ডে চা খেতে যাই। হঠাৎ সানি এসে অভিকে উসকানিমূলক কথা বলে। একপর্যায়ে তারা আমাদের ওপর হামলা চালায়।’

অন্যদিকে, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি সানি পাল্টা অভিযোগ করেন, ‘প্রথমে আমাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। আমি আত্মরক্ষার চেষ্টা করলে আমার ভাই সানজিদকেও মারধর করা হয়।’ তিনি জানান, এ ঘটনায় তার পিঠ ও হাতে এবং তার ভাইয়ের গলা ও পায়ে আঘাত লেগেছে।

শাহনেওয়াজ অভির দাবি, ‘সানি অতীতে আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও তিনি আন্দোলনে সক্রিয় ছিলেন না। বরং তিনি পিরোজপুরের একজন কুখ্যাত সন্ত্রাসীর সঙ্গে মিলে আমাদের তথ্য পাচার করছিলেন, যার প্রমাণ আমরা ৫ আগস্টের পর সংগ্রহ করেছি। চাঁদাবাজি করতে বাধা দেওয়ায় সে ঢাকায় গিয়ে জাতীয় নাগরিক কমিটিতে যোগ দেয়।’

তিনি আরও বলেন, ‘আমরা বাসস্ট্যান্ডে চা খাচ্ছিলাম, তখন সে এসে বাগবিতণ্ডায় জড়ায়। এর আগেও ১৭ সেপ্টেম্বর শিল্পকলায় হামলার ঘটনা ঘটিয়েছিল, যার প্রত্যক্ষদর্শী ছিলেন হান্নান মাসুদ ও রিয়ান ভাই।’

স্থানীয়রা জানান, তারাবির নামাজ শেষে সানি যখন বাসস্ট্যান্ডে যান, তখন পাঁচ-সাতজনের একটি দল লোহার পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে আকস্মিক হামলা চালায়।

সংঘর্ষের খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত দুই ভাইকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে পাঠায়।

পিরোজপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজীব পাইক জানান, ‘আহতদের মধ্যে সানির আঘাত গুরুতর। এক্স-রে রিপোর্টের মাধ্যমে চূড়ান্ত অবস্থা জানা যাবে।’

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোবাহান জানান, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এই সংঘর্ষের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশিষ্টজনেরা সহিংসতা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এফ পি/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ঋত্বিক-আবীর আঙ্কেল সিনেমার বাবা, ওদের সঙ্গে শুটিং করি! ওরা তো সত্যিকারের বাবা নয়: অনুমেঘা Nov 13, 2025
img
চট্টগ্রামে আওয়ামী লীগ বিরোধী যুবদলের মিছিলে ছাত্রলীগ ও যুবলীগ নেতা! Nov 13, 2025
img
রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে ১০ ককটেল-পেট্রোল বোমা জব্দ Nov 13, 2025
img
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আহত মাদ্রাসা অধিদপ্তরের কর্মকর্তা Nov 13, 2025
img
‘দুই মাস ফোন ব্যবহার করিনি, মানুষের মন্তব্য পড়ি না’ Nov 13, 2025
img
মাদারীপুরে বাস টার্মিনালে ২ টি ককটেল বিস্ফোরণ Nov 13, 2025
img
রাজধানীর পল্লবীর সাগুপ্তা সড়কে বাসে আগুন দিল দুর্বৃত্তরা Nov 13, 2025
img
১ জানুয়ারি নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন জোহরান মামদানি? Nov 13, 2025
img
৮ দলের কর্মসূচি নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট Nov 13, 2025
img
পাকিস্তান ছেড়ে দেশে ফিরতে চান ক্রিকেটাররা, সতর্ক করলো লঙ্কান বোর্ড Nov 13, 2025
img
সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে এনসিপির মশাল মিছিল Nov 13, 2025
img
পিরোজপুরে আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে জামায়াতের মোটরসাইকেল মহড়া Nov 13, 2025
img
নারায়ণগঞ্জে এনসিপির মশাল মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান Nov 13, 2025
img
'স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বের ব্যাপারটা খুব কঠিন তা কিন্তু নয়' Nov 13, 2025
img
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে ইবিতে বিক্ষোভ Nov 13, 2025
মিমি উদযাপন করলেন সহকারী বুল্টির জন্মদিন Nov 13, 2025
img
ইডেন টেস্টের আগে গম্ভীরের কঠোর সিদ্ধান্ত, অনুশীলনের মাঝেই বাদ এক ক্রিকেটার! Nov 13, 2025
img
এশিয়ান আর্চারির ফাইনালে বাংলাদেশের বন্যা ও হিমু Nov 13, 2025
img
বিশ্বকাপ জয় কেড়ে নিয়েছে দীপ্তির স্বাধীনতা! Nov 13, 2025
img
তেজগাঁও রেলস্টেশনে থেমে থাকা ট্রেনে আগুন দিয়ে পালানোর সময় আটক ২ Nov 13, 2025