স্থগিত করা হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়ার সদস্যপদ। তার বিরুদ্ধে উঠেছে চাঁদাবাজির অভিযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। যার ফলে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র গোলাম কিবরিয়া । তিনি একটি ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে এই অভিযোগ প্রকাশ করেন এবং গোলাম কিবরিয়ার সঙ্গে ওই ব্যবসায়ীর কথোপকথনের অডিও রেকর্ডও শেয়ার করেন।
অডিওতে, গোলাম কিবরিয়া ইন্টারনেট ব্যবসায়ীকে বলেন, আপনি সবকিছু বাদ দেন, ৫০ হাজারের কথা বলেন। পরে, আরও একটি ক্লিপে, তিনি বলেন, আপনি ত্রিশ হাজারের কথা বলেন, যদি হয় তাহলে আজ রাতে।
এ ঘটনায় ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান বলেন, আমরা ভুক্তভোগীর সাথে কথা বলেছি এবং অভিযোগকারীর সঙ্গেও কথা বলেছি। অডিও রেকর্ড বিশ্লেষণ করার পর মনে হয়েছে ঘটনা সত্য হতে পারে।
জাহিদ আহসান আরও বলেন, গোলাম কিবরিয়াকে এক কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। যদি তিনি আত্মপক্ষ সমর্থন না করতে পারেন, তবে স্থায়ী বহিষ্কারের প্রক্রিয়া শুরু হবে।
এর আগে, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে অভিযোগ করেন যে গোলাম কিবরিয়া এই চাঁদাবাজির জন্য ৫০ হাজার টাকা দাবি করেছিলেন এবং শেষ পর্যন্ত ৩০ হাজার টাকায় সেটি কমিয়ে নিয়ে যান। রাশেদ খান গোলাম কিবরিয়ার হোয়াটসঅ্যাপ কথোপকথনের দুটি অডিও ক্লিপ প্রকাশ করেন, যা পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
তবে, এখন পর্যন্ত, গোলাম কিবরিয়া এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকার করেছেন এবং বিষয়টি নিয়ে তিনি পরবর্তী সময়ে বক্তব্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।