রমজানে শপিংমল-আবাসিকের নিরাপত্তায় ‘অক্সিলিয়ারি ফোর্স’ নিয়োগ দিয়েছে পুলিশ
মোজো ডেস্ক 02:06PM, Mar 08, 2025
রমজান ও ঈদ উপলক্ষ্যে অনেক রাত পর্যন্ত খোলা থাকা ঢাকা মহানগরীর মার্কেট, শপিংমলগুলোর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন। রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা, শপিং মল ও মার্কেটগুলোতে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ দিয়েছে ডিএমপি।
শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি বলেন, আবাসিক এলাকা, বিভিন্ন মার্কেট, শপিং মলে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা কর্মীদের অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে কাজ করানো হবে। তাদের ক্ষমতা থাকবে গ্রেপ্তারেরও। ঢাকা মেট্রোপলিটন আইনবলে এসব লোকবল নিয়োগ দেওয়া হয়েছে।