রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। শনিবার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তিনি বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে, যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’
এর আগে, গত বছরের ২৬ অক্টোবর ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামকে রাজউকের সদস্য (পরিকল্পনা) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পাশাপাশি তিনি প্রকৌশলীদের সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর সভাপতির দায়িত্বও পালন করছেন। চুক্তিভিত্তিক নিয়োগের মাত্র চার মাস পর তিনি এবার চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন।