বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার নতুন চুক্তিভুক্ত ২২ জন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। চলতি মার্চ থেকে তালিকা অনুযায়ী বিসিবি থেকে বেতন-ভাতা পাবেন ক্রিকেটাররা।
কেন্দ্রীয় তালিকায় ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আছেন কেবল ডানহাতি পেসার তাসকিন আহমেদ। মাসে বোর্ড থেকে দশ লাখ টাকা বেতন পাবেন তিনি।
এছাড়া নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস পাবেন মাসিক ৮ লাখ টাকা করে। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হতে না হতেই ক্রিকেটারদের বেতনের এমন তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
২০২৫ সালের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকায় ২২ জন ক্রিকেটারের স্যালারি ভাগ করা হয়েছে ৫টি গ্রেডে। সেখানে শুধু তাসকিন আহমেদই পাবেন মাসিক ১০ লাখ টাকা বেতন। 'এ' ক্যাটাগরির তিন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস মাসিক ৮ লাখ টাকা করে বেতন পাবেন বলে জানানো হয়েছে।
চুক্তিতে মুশফিকুর রহিম ছিলেন 'এ' ক্যাটাগরিতে। তবে ওয়ানডে থেকে অবসরে যাওয়ায় এক গ্রেড নিচে নেমে গেছেন তিনি। এখন থেকে তিনি বিবেচ্য হবেন 'বি' গ্রেডের ক্রিকেটার হিসেবে। সে হিসেবে তার মাসিক বেতন হবে ৬ টাকা। বি গ্রেড তালিকায় আরও আছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানার নাম।
জানা গেছে, চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এদিকে, 'সি' ক্যাটাগরির সাদমান ইসলাম, সৌম্য সররকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব এবং শেখ মেহেদী হাসানরা বেতন পাবেন মাসিক ৪ লাখ টাকা করে।
তবে, 'ডি' ক্যাটাগরিতে আছেন কেবল দুজন ক্রিকেটার। নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ। এই গ্রেডে ২ লাখ টাকা করে মাসিক বেতন পাবেন তারা।
টিএ/