আইপিএলের যে নিয়ম ১৭ বছরে একবারও কাজে লাগেনি

ইন্ডিয়ান প্রিমিইয়ার লিগের (আইপিএল) শুরু থেকে চালু আছে একটি নিয়ম। অথচ গত ১৭ বছরে একবারের জন্যও কোনো দল সেই নিয়ম ব্যবহার করেনি। তারপরও আসন্ন আসরের আগে আরো একবার এই নিয়মের কথা মনে করিয়ে দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আইপিএলের সেই নিয়মটি হল, ‘আংশিক সময়ের জন্য পরিবর্তিত ক্রিকেটার’ নেওয়া। অর্থাৎ আইপিএলের ‘রেজিস্টার্ড প্লেয়ার পুল’ বা আরপিপি থেকে কোনো ক্রিকেটারকে যে কোনো সময় নেওয়া যাবে। তবে আসরের নির্দিষ্ট কিছুটা সময়ই তিনি খেলতে পারবেন। তার পর সেই ক্রিকেটারকে ছেড়ে দিতে হবে।

উদাহরণ স্বরূপ, কোনো আসরের দুই ম্যাচ হওয়ার পর যদি একটি দলের সব উইকেটরক্ষকই চোট পান। তাহলে পরের ম্যাচে উইকেটরক্ষক হিসেবে খেলার জন্য আরপিপি থেকে এক জন উইকেটরক্ষক নিতে পারে সংশ্লিষ্ট দল। যত দিন না দলের অন্তত এক জন উইকেটরক্ষক সুস্থ হবে, ততদিন আরপিপি থেকে নেওয়া উইকেটরক্ষক খেলতে পারবেন।

সেটি একটি ম্যাচ বা দুটি ম্যাচও হতে পারে। আবার দশটি ম্যাচও হতে পারে। তবে একবার নেওয়ার পর আসরের পুরো সময়টায় তিনি খেলতে পারবেন না।

সব দলগুলোকে এই নিয়মের কথা আবার জানিয়ে দিয়েছে বিসিসিআই। পাশাপাশি এবারের আরপিপিতে কারা রয়েছেন সেই তালিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, আরপিপি থেকে কোনো ক্রিকেটার নিতে গেলে আগে বোর্ডকে জানাতে হবে। অনুমতি পাওয়া গেলে তবেই পছন্দের ক্রিকেটার নেওয়া যাবে।

আরএইচ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মডেল মসজিদ দুর্নীতিতে সাবেক প্রকল্প পরিচালক শফিকুল বরখাস্ত Mar 15, 2025
img
বাংলাদেশের সংকটে পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস Mar 15, 2025
img
রাজধানীতে ৩৮ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী গ্রেফতার Mar 15, 2025
জাতিসংঘের হেডকোয়ার্টার ভবন দেখে অভিভূত মহাসচিব গুতেরেস Mar 15, 2025
গ"ণমি"ছিলের ডাক বামপন্থীদের, সিপিবি কার্যালয় ঘে"রা"ওয়ের ডাক পিনাকীর Mar 15, 2025
রোহিঙ্গাদের দেশে ফেরা নিয়ে যা বললেন ড. ইউনূস Mar 15, 2025
এক দশকের মধ্যে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী, ভবিষ্যদ্বাণী সারজিস আলমের! Mar 15, 2025
img
ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কোপে পড়ছে ৪১ দেশের নাগরিক! Mar 15, 2025
১৫ জুলাই ঢাবিতে হা'ম'লা''য় ছাত্রলীগ কর্মী ও শিক্ষক শ'না'ক্ত Mar 15, 2025
img
শহীদ মিনারের উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের পদযাত্রা শুরু Mar 15, 2025