জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রাজনৈতিক দল ও সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।তিনি জাতিসংঘ মহাসচিবকে অনুরোধ করেছেন যাতে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় থাকা স্বৈরাচারী সরকারের আত্মীয়দের নিয়োগ পুনর্বিবেচনা করা হয়।
আসাদুজ্জামান ফুয়াদ জাতিসংঘের মানবাধিকার অফিসের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,জাতিসংঘের তিনটা প্রতিষ্ঠানে পতিত স্বৈরাচার শেখ হাসিনার তিনজন আত্মীয় কাজ করছে।
জাতিসংঘের মহাসচিব কে এই নিয়োগগুলোকে পুনর্বিবেচনা অনুরোধ করে বলেছেন জাতিসংঘ যেহেতু ইনসাফ চায়, ইনসাফটা যেন শুরু হয় জাতিসংঘের নিজের অফিস থেকে।বিশ্ব স্বাস্থ্য সংস্থায় শেখ হাসিনার মেয়ে কাজ করছে, ইউএনডিপি তে শেখ রেহানার ছেলে ববি কাজ করছে, এবং ববির স্ত্রী কাজ করছে মাইগ্রেশন অর্গানাইজেশনে।
ফুয়াদ আরো বলেন,বাংলাদেশে একটি অস্থায়ী মানবাধিকার অফিস স্থাপনের বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে গণহত্যার বিচার ও মানবতাবিরোধী অপরাধের তদন্ত আন্তর্জাতিক মান অনুযায়ী পরিচালিত হয়।
এসএম