বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও ১২ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির প্রধান নজরুল ইসলাম খানের সহধর্মিণীর ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা অবস্থায় ইন্তেকাল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের স্ত্রী আলিফা আখতার কান্তা। আগামীকাল বাদ জোহর বনানী ডিওএইচএসে জানাজা শেষে মিরপুরে দাফন করা হবে।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নজরুল ইসলাম খানের সহধর্মিণীর মৃত্যুতে ১২ দলীয় জোটের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
শোক বার্তায় স্বাক্ষর করেন ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপার) সহ-সভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টি বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপির) চেয়ারম্যান ফিরোজ মো. লিটন ও নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ মান্নান।
আরএইচ/টিএ